নয়াদিল্লি, 23 ডিসেম্বর: প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের একটি সংস্করণে জোড়া পদক ৷ ইতিহাসে নাম তোলা সত্ত্বেও মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়নই পেলেন না শুটার মনু ভাকের ৷ 2024 দেশের খেলাধুলোয় সর্বোচ্চ সম্মানের যে মনোনয়ন তালিকা, সেখানে হরিয়ানার শুটারের নামই রাখা হয়নি বলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশ ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থে' দেশের হয়ে অনন্য কীর্তি গড়েও মনু উপেক্ষিত হওয়ায় ক্ষিপ্ত তাঁর বাবা রামকিষাণ ভাকের ৷
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুব্রহ্মম নেতৃত্বাধীন 12 সদস্যের একটি কমিটি খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকা তৈরি করেছে ৷ সেই কমিটির তরফেই মনুকে খেলাধুলোয় দেশের সর্বোচ্চ সম্মানের মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে ৷ নেপথ্যে এই ঘটনার সঠিক কারণ সামনে না-এলেও টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে ভারতীয় শুটার খেলরত্ন সম্মানের জন্য আবেদনই করেননি ৷ অথচ মনু ভাকেরের পরিবারের তরফে দাবি, আবেদন করা সত্ত্বেও সংশ্লিষ্ট কমিটির তরফে কোনও প্রত্যুত্তর বা জবাব মেলেনি ৷