পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অলিম্পিক্সে জোড়া পদক সত্ত্বেও খেলরত্নে নেই মনুর নাম, ক্ষুব্ধ বাবা - KHEL RATNA AWARD

খেলরত্নের মনোনয়ন তালিকায় ঠাঁই হল না মনু ভাকেরের ৷ অলিম্পিক্সে জোড়া পদক সত্ত্বেও সর্বোচ্চ সম্মান থেকে বঞ্চিত হবেন মনু?

MANU BHAKER
মনু ভাকের (IANS)

By ETV Bharat Sports Team

Published : Dec 23, 2024, 3:07 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের একটি সংস্করণে জোড়া পদক ৷ ইতিহাসে নাম তোলা সত্ত্বেও মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়নই পেলেন না শুটার মনু ভাকের ৷ 2024 দেশের খেলাধুলোয় সর্বোচ্চ সম্মানের যে মনোনয়ন তালিকা, সেখানে হরিয়ানার শুটারের নামই রাখা হয়নি বলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশ ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থে' দেশের হয়ে অনন্য কীর্তি গড়েও মনু উপেক্ষিত হওয়ায় ক্ষিপ্ত তাঁর বাবা রামকিষাণ ভাকের ৷

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুব্রহ্মম নেতৃত্বাধীন 12 সদস্যের একটি কমিটি খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকা তৈরি করেছে ৷ সেই কমিটির তরফেই মনুকে খেলাধুলোয় দেশের সর্বোচ্চ সম্মানের মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে ৷ নেপথ্যে এই ঘটনার সঠিক কারণ সামনে না-এলেও টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে ভারতীয় শুটার খেলরত্ন সম্মানের জন্য আবেদনই করেননি ৷ অথচ মনু ভাকেরের পরিবারের তরফে দাবি, আবেদন করা সত্ত্বেও সংশ্লিষ্ট কমিটির তরফে কোনও প্রত্যুত্তর বা জবাব মেলেনি ৷

ইন্ডিয়া ট্যুডে'কে রামকিষাণ ভাকের বলেন, "একটি অলিম্পিক্সে জোড়া পদক জিতে লাভ কী হল যদি পুরস্কার পাওয়ার জন্য ভিক্ষে করতে হয় ?" তিনি অভিযোগের সুরে আরও বলেন, "সরকারের এক আধিকারিক সমস্ত বিষয়টা দেখভাল করছেন ৷ কমিটির অন্যান্যরা চুপ করে রয়েছেন ৷ কেউ তাঁদের মতামত প্রকাশ করতে চাইছেন না ৷ আমার মাথায় আসছে না এমন অবস্থা হলে কীভাবে অ্যাথলিটরা উদ্বুদ্ধ হবে ৷"

এখনও সরকারিভাবে খেলরত্নের মনোনয়ন ঘোষণা না-হলেও অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমারের নাম রয়েছে খেলরত্নের মনোনয়নে ৷ এর আগে 2020 সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন বছর বাইশের মনু ভাকের ৷ 2024 প্যারিস অলিম্পিক্সের 10 মিটার এয়ার পিস্তল সিঙ্গলস এবং মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জিতে নেন মনু ৷ মিক্সড ডাবলসে তাঁর সঙ্গী ছিলেন সরবজোৎ সিং ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details