প্যারিস, 3 অগস্ট: জোড়া পদক জিতে ইতিমধ্যেই নাম তুলে ফেলেছেন ইতিহাসে ৷ শনিবার প্যারিসে পদকজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিলেন মনু ভাকের ৷ কিন্তু অল্পের জন্য পদকের হ্যাটট্রিক হাতছাড়া হল ভারতীয় শুটারের ৷ আরও একটি পদকের খুব কাছে গিয়ে থামলেন দেশের শুটিংয়ের নয়া সেনসেশন ৷ হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর কাছে শুট-অফে হেরে শনিবার 25 মিটার পিস্তল ইভেন্টে পদক হাতছাড়া হল মনুর ৷ জোড়া ব্রোঞ্জের মালকিন এদিন শেষ করলেন চার নম্বরে ৷
পদকের হ্য়াটট্রিক হাতছাড়া হলেও মনুর লড়াই নিঃসন্দেহে লেখা হয়ে থাকবে স্বর্ণাক্ষরে ৷ শনিবার 25 মিটার পিস্তলেও মনুর পদক একসময় নিশ্চিত বলে মনে হচ্ছিল ৷ কিন্তু অষ্টম সিরিজের পর তৃতীয় এবং চতুর্থ স্থানের এলিমিনেশন শুট-অফে হাঙ্গেরির ভেরোনিকা মাঞ্জোরের কাছে হেরে পদকের দৌড় থেকে ছিটকে যান 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত এবং মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জজয়ী ৷ স্বাভাবিকভাবেই হৃদয় ভাঙে তামাম ভারতবাসীর ৷