কলকাতা, 11 ফেব্রুয়ারি: বিস্ফোরক মনোজ তিওয়ারি! বাংলার অধিনায়ক শনিবার রঞ্জি ট্রফির আম্পায়ারদের ওপর ক্ষোভপ্রকাশ করলেন। তিরুঅনন্তপুরমে কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে ব্যস্ত বাংলা। শেষ আটে পৌঁছতে এই ম্যাচে পয়েন্ট জরুরি। কিন্তু কেরলের প্রথম ইনিংসের 363 রানের জবাবে বাংলা দিনের শেষে বেকায়দায়। দ্বিতীয় দিনের শেষে বাংলা আট উইকেটে 172 রান তুলেছে। 191 রানে পিছিয়ে থাকায় কেরলের কাছে বোনাস পয়েন্ট-সহ পরাজয়ের শঙ্কা বাংলার সামনে।
আশা জাগিয়ে শুরু করেও বাংলা দিনের শেষে অস্বস্তিতে। করণ লাল 27 এবং সূরজ সিন্ধু জয়সওয়াল 9 রানে অপরাজিত রয়েছেন। জলজ সাক্সেনা 67 রানে সাত উইকেট নিয়েছেন। দলের ব্যর্থতার দিনে নজরে মনোজ তিওয়ারির ইনস্টাগ্রামে করা বিষোদকার। সেখানে তিনি লিখেছেন, "পরের মরশুম থেকে রঞ্জি ট্রফি তুলে দেওয়া উচিত। এত কিছু ভুল হচ্ছে টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের এত সমৃদ্ধ পরম্পরা, একে বাঁচানোর জন্য এখনই কিছু করা উচিত। গুরুত্ব এবং আনন্দ দুই হারাচ্ছে। প্রচণ্ড হতাশ।"সঙ্গে রাগের একটি ইমোজি দিয়েছেন।
পরে মনোজ তিওয়ারি বলেন, "কেরলের জলজ সাক্সেনা প্রতিটি বলের আগে নো বলে চিৎকার করছিল। আম্পায়ার সব দেখে কিছুই বলেননি। ব্যবস্থা নেননি। সতর্ক করেননি। আমি আম্পায়ার নো ডেকেছেন ভেবে আউট হলাম। সেই ফাঁদে পড়ে আউট হয়েছি। পরে ঈশ্বরণ বলল ওটা জলজ সাক্সেনা মুখে বলেছে। এটা অন্যায়।" এস ববি এবং প্রণব এম জোশি বাংলা বনাম কেরল ম্যাচের আম্পায়ার। "আমাদের তিনটে বাজে সিদ্ধান্তে আউট দিল। ওদের তিনটে বাজে সিদ্ধান্তে আউট দেয়নি। অক্ষয়চন্দ্রন কট বিহাইন্ড ছিল দিল না। সেঞ্চুরি করে গেল। এদের এই পর্যায়ে ম্যাচ পরিচালনার যোগ্যতা রয়েছে কি না সন্দেহ রয়েছে," ক্ষোভ মনোজের।
মুম্বই ম্যাচের আগে টসের সময় দু'টো মুদ্রা ব্যবহার করা হচ্ছে। হোম টিমের অধিনায়ককে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। ভবিষ্যতে রঞ্জি ট্রফিতে রেফারিং এবং নিয়মকানুন নিয়ে আরও মুখ খুলবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ম্যাচ চলাকালীন মনোজ তিওয়ারি ক্ষোভপ্রকাশ করে ফেললেন আম্পায়ারের বিরুদ্ধে। যা শাস্তির আওতায় পড়তে পারে। মনোজের ইনস্টাগ্রামে ক্ষোভপ্রকাশকে অবশ্য সমর্থন করেছেন ভেঙ্কটেশ আইয়ার ৷
আরও পড়ুন:
- বোলারদের ব্যর্থতায় বাংলার ঈশান কোণে আঁধার
- কনকাশন সাবের অপব্যবহার, টসে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ মনোজের
- ইডেনে এগিয়ে থেকেও ম্যাচ ড্র, ক্রিকেটারদের আড়াল করে আবহাওয়াকে দায়ী করছে বাংলা