হায়দরাবাদ, 18 জানুয়ারি:প্রয়াত ডেনিস ল ৷ দীর্ঘদিন বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড এবং স্কটল্যান্ড কিংবদন্তির মৃত্যুর খবর জানানো হয়ে পরিবারের তরফে ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর ৷
হাডার্সফিল্ড টাউনের হয়ে কেরিয়ার শুরু করলেও ডেনিস ল তারকা হয়েছিলেন 'থিয়েটার অফ ড্রিমসে' (ওল্ড ট্র্যাফোর্ডের আরেক নাম) এসে ৷ মাত্র 15 বছর বয়সে ওল্ড ট্র্যাফোর্ডে যোগদানের পর 11 বছর ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন তিনি ৷ এরমধ্যে দু'বার (1965, 1967) ঘরোয়া লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷ তবে দলে থেকেও চোটের কারণে 1968 সালে ক্লাবের ইউরোপিয়ান কাপ জয়ের শরিক হতে পারেননি তিনি ৷ তাতে অবশ্য ল'র কৃতিত্ব এতটুকু ক্ষুণ্ণ হয় না ৷
সবধরনের প্রতিযোগিতায় 404টি ম্য়াচ খেলে ম্য়ান ইউ জার্সিতে 237টি গোল করেছিলেন স্কটিশ ফরোয়ার্ড ৷ ওয়েন রুনি (253) এবং ববি চার্লটনের (245) পর যা ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বাধিক ৷ স্যর ববি চার্লটন এবং জর্জ বেস্টের সঙ্গে ল'র পার্টনারশিপ সেইসময় ক্লাব ফুটবলে অন্যতম বিধ্বংসী ফরোয়ার্ড লাইনের তকমা পেয়েছিল ৷ সমর্থকের ভাষায় যাঁদের বলা হত 'হলি ট্রিনিটি' ৷ জর্জ বেস্ট প্রয়াত হয়েছে অনেক আগেই (2005) ৷ স্যর ববি চার্লটনের মৃত্যু হয় 2023 সালে ৷ শুক্রবার প্রয়াত হলেন 'হলি ট্রিনিটি'র তৃতীয় সদস্য ডেনিস ল ৷