পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আফগানি রূপকথা ! সেমি’তে উঠে শুধু ইতিহাস নয়, এলিট ক্লাবেও ঢুকল রশিদরা - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

Magical Rise of Afghanistan Cricket: স্বপ্নের উত্থান ৷ টুর্নামেন্টের ‘কালো ঘোড়া’ নয়, আফগানরা এখন ধারাবাহিকভাবে সফল ৷ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই বার্তাই দিয়ে রাখল ‘রশিদ খান অ্যান্ড কোং’ ৷

Etv Bharat
স্বপ্নের উত্থান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 10:39 PM IST

হায়দরাবাদ, 25 জুন: টি-20 বিশ্বকাপ 2016 ৷ চ্যাম্পিয়ন হলেও আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ দুর্দান্ত খেলেছিলেন রশিদ খান ও মহম্মদ নবী ৷ তার আগে 2016 সালে অবশ্য আইসিসি’র দুই পূর্ণ সদস্য, বাংলাদেশ ও জিম্বাবোয়েকে হারিয়েছে আফগানরা ৷ পরের বছরই, 2017 সালে আইসিসি’র পূর্ণ সদস্যের তালিকায় নাম উঠেছিল আফগানিস্তানের ৷

তারপর কার্যত স্বপ্নের উত্থান দেখেন আফগানিস্তান ক্রিকেট ৷ গত বছর ওয়ান ডে বিশ্বকাপেও সেমি-ফাইনালে দৌড়ে ছিল আফগানরা ৷ বিশ্বচ্যাম্পিয়ন অজিদের শেষ আটে প্রায় পেড়ে ফেলেছিলেন রশিদ খান, মহম্মদ নবীরা ৷ ভাগ্যের পরিহাসে হেরে গেলেও তাদের লড়াই প্রশংসা কুড়িয়েছিল ৷ এবার গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, শেষ আটে অস্ট্রেলিয়া এবং শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ৷ ইতিহাস গড়েছে ‘রশিদ খান অ্যান্ড কোং’ ৷

প্রতিবেশী দেশের এই উত্থানের পেছনে রয়েছেন তাদের সাপোর্ট স্টাফ এবং দলের একতা ৷ 2022 সালে রশিদ খানদের দায়িত্ব নেন জোনাথন ট্রট ৷ বোলিং কোচ হিসেবে আসেন ডোয়েন ব্র্যাভো ৷ তাঁদের হাতে পড়েই আমূল পালটে যায় খেলোয়াড়দের মানসিকতা ৷ নজর কাড়তে নয়, এখন ম্যাচ জিততে মাঠে নামেন আফগান ক্রিকেটাররা ৷ তারকাখচিত কিউয়ি ব্যাটিং লাইন-আপকে 75 রানে গুটিয়ে দেওয়া সেই মানসিকতারই ফসল ৷

একইসঙ্গে তাঁদের এই সাফল্যের অংশীদার ভারতও ৷ রশিদ খান, মহম্মদ নবি, রহমান্নুলাহ গুরবাজ, নবীন উল-হকের আইপিএল খেলা তাঁদের পারফর্ম্যান্সের মান কয়েকগুন বাড়িয়ে দিয়েছে ৷ যার সুবাদেই এখন শেষ বল পর্যন্ত লড়াই করছেন খেলোয়াড়েরা ৷ পাশাপাশি দুরন্ত ফর্মে থাকা লিটন দাসের ক্রিজে থাকা সত্ত্বেও যেভাবে অন্য ব্যাটারদের টার্গেট করে ম্যাচ বের করে নিয়ে গেল আফগানিস্তান, তাদের ক্রিকেটীয় মস্তিষ্ক যে ক্রমশ উর্বর হচ্ছে, তা প্রমাণিত ৷

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম তিনে রয়েছে আফগানিস্তানের দুই খেলোয়াড় ৷ 7 ইনিংসে 281 রান করা রহমানুল্লাহ গুরবাজ তালিকার শীর্ষে ৷ 3 নম্বরে রয়েছেন ইব্রাহিম জাদরান ৷ তাঁর সংগ্রহ 7 ইনিংসে 229 ৷ উইকেট নেওয়ার নিরিখে বোলারদের তালিকাতেও রাজ করছে আফগানিস্তান ৷ প্রথম পাঁচে রয়েছেন তিনজন খেলোয়াড় ৷ 16 উইকেট নিয়ে শীর্ষে ফাজালহক ফারুকি ৷ তিনে রয়েছে রশিদ খান (14 উইকেট) ও নবীন উল-হক (13 উইকেট) ৷ অর্থাৎ দলগত পারফর্ম্যান্সেই অসাধ্য সাধন করেছেন জোনাথন ট্রটের ছেলেরা ৷

ABOUT THE AUTHOR

...view details