হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: লুইস সুয়ারেজ নম্বর 9 ৷ শুক্রবারের পর আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না এই জার্সি ৷ 17 বছরের বর্ণময় কেরিয়ারের শেষে উরুগুয়ে জার্সিতে অবসর ঘোষণার সময় মঙ্গলবার চোখের জল বাঁধ মানল না সুয়ারেজের ৷ দেশের হয়ে 142 ম্য়াচে 69 গোল করা লিভারপুল-বার্সেলোনার প্রাক্তনীই আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলস্কোরার ৷ আগামী শুক্রবার দেশের হয়ে শেষ ম্য়াচ খেলবেন বলে জানালেন সুয়ারেজ ৷
2011 দেশের জার্সিতে কোপা আমেরিকা জয় সুয়ারেজের কেরিয়ারের অন্যতম সেরা অধ্যায় ৷ তবে এই নম্বর 9-কে অনুরাগীরা মনে রাখবেন 2010 বিশ্বকাপে ঘানার বিপক্ষে হ্য়ান্ডবল করে গোললাইন সেভের জন্য ৷ বিতর্ককে কেন্দ্র করেই এগিয়েছে সুয়ারেজের কেরিয়ার ৷ যার মধ্যে নিঃসন্দেহে তালিকার শীর্ষে থাকব ঘানার বিরুদ্ধে বিতর্কিত হ্যান্ডবল ৷ এছাড়া কেরিয়ারে একাধিকবার প্রতিপক্ষ ফুটবলারদের কামড়ে শিরোনামে এসেছেন এই স্ট্রাইকার ৷ একনজরে সেই বিতর্ক-
2010 বিশ্বকাপে হ্যান্ডবল: দক্ষিণ আফ্রিকায় 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে গোল বাঁচাতে ইচ্ছাকৃত হ্য়ান্ডবল করেছিলেন সুয়ারেজ ৷ লাল কার্ড থেকে সুয়ারেজকে বাইরে যেতে হলেও সুয়ারেজের কীর্তির জেরে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল উরুগুয়ে ৷