পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাখির চোখ প্লে-অফ, ময়াঙ্কের ছিটকে যাওয়া কি কাজে আসবে কেকেআরের? - IPL 2024 - IPL 2024

LSG vs KKR: চলতি কোটিপতি লিগের 54তম ম্যাচে ঘরের মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস ৷ প্রতিপক্ষ ইডেনে জয়ী কেকেআর ৷ বদলা নিতে যেমন মরিয়া কে এল রাহুলরা, তেমনই প্লে-অফ নিশ্চিত করতে ঝাঁপাবে শ্রেয়স আইয়াররা ৷ এবারের কলকাতা নাইট রাইডার্স অন্যবারের থেকে বেশ কিছুটা আলাদা ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে একের পর এক মাচ দিয়েছে সাত প্রতিপক্ষকে ৷ 10 ম্যাচের সাত জয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে কলকাতা ৷ অন্যদিকে, 10 ম্যাচের 6টাতে জিতে 3 নম্বরে লখনউ ৷

LSG vs KKR
লখনউয়ের সামনে কেকেআর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 1:04 PM IST

লখনউ, 5 মে: রবিবাসরীয় ডাবল হেডার জমজমাট ৷ দুপুর সাড়ে তিনটেয় পঞ্জাবের সামনে চেন্নাই ৷ দুই কিংসের লড়াইয়ের পর সন্ধে সাড়ে সাতটায় কেকেআর নামছে লখনউয়ের বিরুদ্ধে ৷ সদ্য ওয়াংখেড়ে'তে একযুগ পরে মুম্বইকে হারিয়ে স্বপ্নপূরণের আনন্দ ফিকে হতে না-হতেই ফের বাইশ গজে নাইটরা ৷ নববর্ষের দিন ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে গো-হারা করেছিল নাইট শিবির ৷ চলতি আইপিএলের ফিরতি লিগে তাই নিজেদের মাঠে বদলা নিতে মরিয়া রাহুল ব্রিগেড ৷ নাইট শিবির যদিও 14 এপ্রিলের পুনরাবৃত্তি ঘটিয়ে প্লে-অফ নিশ্চিত করতে মরিয়া ৷

এখনও পর্যন্ত কোটিপতি লিগে দুই দল মোট চারবার সামনাসামনি হয়েছে ৷ তার মধ্যে প্রথম তিনটি ম্য়াচ জিতেছে লখনউ। চলতি আইপিএলের প্রথম পর্বে প্রথমবারের জন্য লখনউয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। রবিবার ফের পুরোনো দলের বিরুদ্ধে পরীক্ষা গৌতম গম্ভীরের। এদিকে নাইটদের বিরুদ্ধে নামার আগে খারাপ খবর লখনউ শিবিরে ৷ চোটের কারণে আইপিএলের বাকি মরশুম থেকে ছিটকে গেলেন স্পিডস্টার ময়াঙ্ক যাদব ৷ অন্যদিকে, নাইট শিবিরের হর্ষিত রানা মুম্বইয়ের বিরুদ্ধে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ৷

  • কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট খেলোয়াড়- অঙ্গকৃশ রঘুবংশী/মণিশ পান্ডে) ৷
  • লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টোয়ানিস, দীপক হুডা, নিকোলাস পুরান, অ্যাশটন টার্নার, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, মহসিন খান, যশ ঠাকুর (ইমপ্যাক্ট খেলোয়াড়-আরশিন কুলকার্নি) ৷

একানা স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও দলই 200 রানে পৌঁছতে পারেনি। অথচ চলতি আইপিএলে অধিকাংশ দলের গড় রান দু'শোর ওপরে ৷ লখনউ বনাম কলকাতা ম্যাচেও একানায় প্রথমবারের জন্য 200 পেরোবে কি না, তা সময় বলবে। এমনিতে লখনউয়ের মন্থর পিচে ব্যাটারদের সঙ্গে স্পিনাররা সাফল্য পেতে পারেন। লিগ টেবিলে আপাতত 10 ম্যাচে 7টি জয়ে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে কেকেআর ৷ অন্যদিকে, লখনউ 10 ম্যাচে 6টিতে জয়ে 12 পয়েন্ট নিয়ে তিনে ৷

আরও পড়ুন:

  1. অকায়ের জন্মের পর প্রথম গ্যালারিতে, অনুষ্কার প্রতিক্রিয়া ফের 'টক অফ দ্য টাউন'
  2. ব্যাটে বিরাট-ডু'প্লেসি, বলে দুরন্ত সিরাজ; জয়ের হ্যাটট্রিকে দশ থেকে সাতে উঠল বেঙ্গালুরু
  3. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার

ABOUT THE AUTHOR

...view details