কলকাতা, 12 মার্চ: হাতে আর মাত্র দিনদশেক ৷ 22 মার্চ সপ্তদশ আইপিএলের বোধন ৷ কোটিপতি লিগের ঢাকে কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে, কারণ অংশগ্রহকারী দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের সঙ্গেই বাতাসে গাঢ় হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের গন্ধ ৷ সোমবার টিকিটের দাম জানিয়ে আইপিএল ঘিরে উন্মাদনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি।
আইপিএলের সপ্তদশ সংস্করণের জন্য টিকিটের দাম চূড়ান্ত করে ফেলল তারা। আগামী 23 মার্চ অর্থাৎ, টুর্নামেন্টের দ্বিতীয়দিন কলকাতা নাইট রাইডার্স ইডেনে প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। মেন্টর পদে নাইট সংসারে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন ঘিরে এমনিতেই মরশুম শুরুর আগে উৎসুক নাইট অনুরাগীরা ৷ সেই উৎসাহ বাড়িয়ে সোমবার আসন্ন আইপিএলে ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচের টিকিটের দাম জানিয়ে দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷
ইডেনে নাইটদের ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম রাখা হচ্ছে 750 টাকা। যুব সমাজকে মাঠমুখী করতেই এই সিদ্ধান্ত নাইট কর্তৃপক্ষের। শহরের ক্রিকেট অনুরাগীদের জন্যও সুখবর এটি। এছাড়াও আরও কয়েকটি ধাপ রয়েছে টিকিটের। সেখানে 1,000, 1,500, 2,000, 3,000, 3,500 টাকা মূল্যের টিকিটও থাকছে। গ্যালারির নির্দিষ্ট একটি অংশের জন্য থাকছে 8,500 টাকা দামের টিকিটও। কর্পোরেট বক্সের জন্য টিকিটের দাম আলাদা।
সিএবি সূত্রে খবর, আগামী সোম অথবা মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। 15 মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স তাদের চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করবে। দলের ক্রিকেটাররা ধীরে ধীরে কলকাতায় আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ইংরেজ ব্যাটার জেসন রয়ের পরিবর্তে আরেক ইংরেজ ব্যাটার ফিল সল্টকে চূড়ান্ত করেছে নাইটরা ৷
আরও পড়ুন:
- প্রাক্তন নাইট তারকার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিল সানরাইজার্স
- ধোনি-কোহলি দ্বৈরথ দিয়ে 22 মার্চ শুরু আইপিএল, নির্বাচনের কথা মাথায় রেখে ঘোষিত সংক্ষিপ্ত সূচি
- রাজনীতি থেকে আপাতত অব্যাহতি চেয়ে নাড্ডাকে চিঠি বিজেপি সাংসদ গম্ভীরের