পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দাবানলের গ্রাসে 10টি অলিম্পিক্স পদক, 'সর্বস্বান্ত' কিংবদন্তি মার্কিন সাঁতারু - LOS ANGELES WILDFIRES

আগুন গ্রাস করল গোটা বাড়ি ৷ রইল না অলিম্পিক্সে জেতা দশ-দশটি পদকের একটিও ৷ সর্বস্বান্ত মার্কিন সাতারু গ্যারি হল জুনিয়র ৷

LOS ANGELES WILDFIRES
দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলস (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Jan 10, 2025, 7:45 PM IST

লস অ্যাঞ্জেলস, 10 জানুয়ারি: ক্রমেই ঘোরালো হচ্ছে লস অ্যাঞ্জেলস দাবানল ৷ এখনও পর্যন্ত কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর ৷ নতুন করে আগুনের লেলিহান শিখা গ্রাস করায় লক্ষ লক্ষ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবর এসেছে ৷ বৃহস্পতিবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাভাবিকভাবেই বেগ পেতে হচ্ছে কর্মীদের ৷ লস অ্যাঞ্জেলসের দাবানলের কোপে পড়েছেন হলিউডের বহু নামীদামি অভিনেতারা ৷ বাদ নেই জনপ্রিয় অ্যাথলিটরাও ৷ দাবানলের গ্রাসে অলিম্পিক্সে জেতা সমস্ত পদক হারালেন কিংবদন্তি মার্কিন সাঁতারু গ্য়ারি হল জুনিয়র ৷

সাতটি স্বর্ণপদক-সহ 10টি অলিম্পিক্স পদক, ছ'টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক খুইয়ে সর্বস্বান্ত বছর পঞ্চাশের হল ৷ আগুনের গ্রাসে চলে গিয়েছে ঘর ৷ গ্যারি হলের কাছে অনুরাগীরা তাই জানতে চেয়েছিলেন অলিম্পিক্স পদকগুলো অক্ষত আছে কি না ৷ অনুরাগীদের নিরাশ করে কিংবদন্তি সাঁতারু 'দ্য সিডনি হেরাল্ড'কে বলেন, "না, সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ যেগুলো ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা কঠিন ৷"

গ্যারি হল জুনিয়র (GETTY)

লস অ্য়াঞ্জেলসের এই প্রাকৃতিক বিপর্যয়ে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন গ্য়ারি হল জুনিয়র ৷ অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, "কোনও অ্যাপোক্যালিপ্স সিনেমার থেকে হাজার গুণে ভয়ঙ্কর এই দাবানল ৷" কীভাবে ভয়ঙ্কর আগুনের গ্রাসে তিনি পড়লেন, সে কথা স্মরণ করে হল বলেন, "আমি ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলাম ৷ আচমকা বাড়ির পিছনে আগুনের লেলিহান শিখা ধেয়ে আসতে দেখলাম ৷ মুহূর্তের মধ্যে যা বাড়িটাকে কব্জা করে নিল এবং শুরু হল বিস্ফোরণ ৷ আমার হাতে বিশেষ সময় ছিল না ৷"

গত মঙ্গলবার থেকে দাবানলের কবলে লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা ৷ 10 জনের মৃত্যুর পাশাপাশি শ'য়ে শ'য়ে বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ 180,000 মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ আরও 200,000 মানুষকে শীঘ্রই ঘরছাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আনুমানিক 8 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে সেখানে ৷ মেল গিবসন, লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, জেমস উডস, প্য়ারিস হিলটনের মত তারকাদের বাড়ি ভস্মীভূত আগুনে ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডেভিড বেকহ্যাম, প্রিয়াঙ্কা চোপড়ার মত বিভিন্ন জগতের তারকারা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details