প্যারিস, 5 অগস্ট:ব্রোঞ্জও অধরা রয়ে গেল লক্ষ্য সেনের ৷ সপ্তম বাছাই মালয়েশিয়ার জিয়া জি লি'র কাছে হেরে খুব কাচে গিয়েও প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হচ্ছে 22 বছরের তরুণকে ৷ এদিন ব্রোঞ্জ পদক ম্য়াচে প্রথম গেমে এগিয়ে গিয়েও হারতে হল লক্ষ্যকে ৷ ভারতীয় শাটলারের বিপক্ষে ফলাফল 21-13, 16-21, 11-21 ৷
সেমিতে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারতে হলেও ম্যাচের পর লক্ষ্যর প্রশংসা করেছেন ড্যানিশ শাটলার ৷ তিনি জানান, লক্ষ্য অলিম্পিক্সে একদিন না একদিন চ্যাম্পিয়ন হবেনই ৷ ব্রোঞ্জ পদকের ম্যাচে শুরুটা চ্যাম্পিয়নের মতই করেছিলেন লক্ষ্য ৷ 11-5 ব্যবধানে প্রথম গেমের বিরতিতে এগিয়ে গিয়েছিলেন ভারতীয় শাটলার ৷ বাড়তে থাকা পয়েন্টের ব্যবধান ধরে রেখে সহজেই প্রথম গেম নিজের নামে করে নেন 2021 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী ৷ প্রথম গেমে লক্ষ্য জেতেন 21-13 ব্যবধানে ৷