পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্যারিসে অধরা 'লক্ষ্য', হৃদয় ভেঙে সোনা-রুপোর পর ব্রোঞ্জও হাতছাড়া সেনের - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

LAKSHYA SEN MISSES BRONZE: সপ্তম বাছাই মালয়েশিয়ার জিয়া জি লি'র কাছে হেরে প্যারিসে ব্রোঞ্জও হাতছাড়া লক্ষ্য সেনের ৷ প্রথম গেম জিতেও পদক হারালেন ভারতীয় শাটলার ৷ ম্যাচে দারুণ প্রত্যাবর্তন মালয়েশিয়ান শাটলারের ৷

LAKSHYA SEN
লক্ষ্য সেন (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 7:13 PM IST

Updated : Aug 5, 2024, 7:31 PM IST

প্যারিস, 5 অগস্ট:ব্রোঞ্জও অধরা রয়ে গেল লক্ষ্য সেনের ৷ সপ্তম বাছাই মালয়েশিয়ার জিয়া জি লি'র কাছে হেরে খুব কাচে গিয়েও প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হচ্ছে 22 বছরের তরুণকে ৷ এদিন ব্রোঞ্জ পদক ম্য়াচে প্রথম গেমে এগিয়ে গিয়েও হারতে হল লক্ষ্যকে ৷ ভারতীয় শাটলারের বিপক্ষে ফলাফল 21-13, 16-21, 11-21 ৷

সেমিতে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারতে হলেও ম্যাচের পর লক্ষ্যর প্রশংসা করেছেন ড্যানিশ শাটলার ৷ তিনি জানান, লক্ষ্য অলিম্পিক্সে একদিন না একদিন চ্যাম্পিয়ন হবেনই ৷ ব্রোঞ্জ পদকের ম্যাচে শুরুটা চ্যাম্পিয়নের মতই করেছিলেন লক্ষ্য ৷ 11-5 ব্যবধানে প্রথম গেমের বিরতিতে এগিয়ে গিয়েছিলেন ভারতীয় শাটলার ৷ বাড়তে থাকা পয়েন্টের ব্যবধান ধরে রেখে সহজেই প্রথম গেম নিজের নামে করে নেন 2021 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী ৷ প্রথম গেমে লক্ষ্য জেতেন 21-13 ব্যবধানে ৷

কিন্তু দ্বিতীয় গেমে সপ্তম বাছাইয়ের ঝাঁঝালো প্রত্যাবর্তনের সামনে নড়বড়ে লাগতে শুরু করে লক্ষ্যকে ৷ লি চেনা মেজাজে ফিরতেই পিছু হটতে থাকেন অলিম্পিক্সের সেমিফাইনাল যোগ্যতা অর্জন করা দেশের প্রথম পুরুষ শাটলার ৷ 11-8 ব্যবধানে দ্বিতীয় গেমে এগিয়ে যান বিশ্বের প্রাক্তন দু'নম্বর ৷ 12-12 সমতা ফিরিয়ে আনলেও এগিয়ে যেতে পারেননি প্রথমবার অলিম্পিক্সে নামা লক্ষ্য ৷ শেষ পর্যন্ত 21-16 ব্যবধানে জিতে ম্য়াচে সমতা ফিরিয়ে আনেন লি ৷

নির্ণায়ক গেমে আবার হাতের চোটে কাহিল হয়ে পড়েন ভারতীয় ৷ ম্যাচ আরও সহজ হয়ে যায় মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে ৷ তৃতীয় গেমের বিরতিতে লি এগিয়ে যান 11-6 ব্য়বধানে ৷ সেখান থেকে চোটগ্রস্ত লক্ষ্যর ম্যাচে ফেরা আর হয়ে ওঠেনি ৷ সেমির মতই অসহায় আত্মসমর্পণ করেন তিনি ৷ লি তৃতীয় গেমে জেতেন 21-11 ব্যবধানে ৷ সেইসঙ্গে নিশ্চিত করেন ব্রোঞ্জ ৷

Last Updated : Aug 5, 2024, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details