পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্যাচ মিসের ফুলঝুরি, বিরাট-ব্যাটে বড় রান বেঙ্গালুরুর - IPL 2024 - IPL 2024

Indian Premier League: ঘরের মাঠে স্বপ্রতিভ বিরাট কোহলি ৷ তাঁকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ তারমধ্যেই তিন ম্যাচে 181 রান করে ফেললেন রানমেশিন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 9:08 PM IST

বেঙ্গালুরু, 29 মার্চ: গত আইপিএলের দু’ম্যাচেই হারতে হয়েছিল ৷ ফলে মানসিকভাবে খানিক এগিয়েই শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ যত সময় গড়াল, নাইটদের সেই আত্মবিশ্বাস তত কমল ৷ সৌজন্যে, বিরাট কোহলি ও দলের ফিল্ডাররা ৷ যে বলগুলো হাতের ফাক দিয়ে কেকেআরের ফিল্ডাররা গলালেন, আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে তা শাস্তিযোগ্য অপরাধ ৷ বিরাটের 59 বলে 83 রানের দৌলতে স্কোরবোর্ডে 181 রান তুলল বেঙ্গালুরু ৷

গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করলেন 'মর্ডান ডে চেজ মাস্টার' ৷ পঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 49 বলে 77 রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন ৷ কলকাতার বিরুদ্ধে শুরুতে ব্যাট করতে নেমে সেই ছন্দটাই ধরে রাখলেন ৷ গত আইপিএলে কেকেআরের বিরুদ্ধে দু’ম্যাচে বিরাট করেছিলেন 75 রান ৷ এদিন প্রথম ম্যাচেই তা টপকে গেলেন রান মেশিন ৷

প্রাক্তন ক্যাপ্টেনকে যোগ্যসঙ্গত করলেন দুই অজি তারকা ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েল ৷ 19 বলে 28 রানের ইনিংস খেলা ম্যাক্সওয়েলের ক্যাচ পড়ল দু’বার ৷ শুরু থেকেই নড়বড় করা গ্রিন খেললেন 21টি বল ৷ অবদান 33 রান ৷

আন্তর্জাতিক কেরিয়ারে বিরাটের মোট 80টি সেঞ্চুরি ৷ এর মধ্যে টেস্টে 29, ওয়ান-ডে'তে 50 ও টি20 ক্রিকেটে একটি ৷ সেই বিরাটই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশের বিরাগভাজন ৷ তাঁকে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলার রব উঠেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক ৷ এক্ষেত্রে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ জল্পনার মধ্যেই তিন ম্যাচে রান করে ফেললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ৷

আরও পড়ুন:

  1. ডেভিড উইজের দাবিকে খারিজ করে পণ্ডিতের পাশে রাসেল, রেকর্ডের সামনে কোহলি
  2. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া
  3. বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে সমালোচকদের বার্তা বিরাটের

ABOUT THE AUTHOR

...view details