পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সৌহার্দ্যের আবহে ইডেনে শাহরুখ-প্রীতি, স্টার্ককে ঘিরে ধোঁয়াশা নাইটদের - IPL 2024

KKR vs PBKS: নাইট শিবিরের মাথাব্যথার কারণ মিচেল স্টার্ক ৷ কোনও ম্যাচে তাঁর বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা অস্বস্তিতে পড়ছে না ৷ বুধবারের বিকেলে প্র্যাকটিস ম্যাচেও তাঁকে নিয়ে আলোচনা ৷ শুক্রতে ইডেনে পঞ্জাব 'বধ' করতে মরিয়া নাইটশিবির ৷

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 9:19 AM IST

Updated : Apr 25, 2024, 9:33 AM IST

KKR vs PBKS
KKR vs PBKS

কলকাতা, 25 এপ্রিল: আইপিএলের মঞ্চ এখন সৌহার্দ্যের। পুরানো সম্পর্ক ঝালিয়ে নেওয়ার। দু'দল দু'দিকের নেটে অনুশীলনে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই পারস্পরিক ক্রিকেট বৈরিতা দূরে সরিয়ে পারস্পরিক উষ্ণ সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন। যেমন হর্ষল প্যাটেলের সঙ্গে হালকা মেজাজে কথা বললেন রিঙ্কু সিং। সঞ্জয় বাঙ্গারের সঙ্গে আড্ডায় গৌতম গম্ভীর। ভরত অরুণের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল শিখর ধাওয়ানকে। পুরো কোলাজে সম্পর্কের রসায়ন।

শুক্রবার ইডেনের ভিভিআইপি বক্সে শাহরুখ বনাম প্রীতি ৷ আর বাইশ গজে নাইট রাইডার্সের প্রতিদ্বন্দ্বী পঞ্জাব কিংস। মাঠে উপস্থিত থাকবেন নাইট মালিক কিং খান আর কিংসের মালকিন প্রীতি জিন্টা। বলিউডি সমীকরণে দু'জনেই বন্ধু। আইপিএলের মঞ্চে সেই সম্পর্কের রসায়ন। 'জেন্টলম্যানস গেম' ক্রিকেটে সম্পর্ক যেমন থাকবে ক্রিকেটীয় প্রতিদ্বন্দিতাও। বুধবারের বিকেলে পঞ্জাব প্র্যাকটিস করল চুটিয়ে। এখনও পর্যন্ত 8 ম্যাচে মাত্র 2টিতে জিতেছে প্রীতির দল। শুক্রবার কেকেআরের কাছে হারের ধারাবাহিকতা বজায় রাখলে বিদায়বার্তা কার্যত নিশ্চিত হয়ে যাবে কিংসের। জনি বেয়ারস্টো, কাগিসো রাবাদা, লিভিংস্টোন, শিখর ধাওয়ান, স্যাম কারেন, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, প্রোভ সিমরন সিং, শশাঙ্কের মত ক্রিকেটার রয়েছেন পঞ্জাব দলে। অথচ তাঁরা জ্বলে উঠতে পারছেন না।

KKR vs PBKS

বুধসন্ধ্যার ইডেনে আলোচনার কেন্দ্রে মিচেল স্টার্ক। দল তাঁর পাশে থাকার বার্তা দিচ্ছে। বিশ্বকাপে আগুনে বোলিং করলেও আইপিএলের মঞ্চে তিনি দিগভ্রষ্ট। ছ'টি উইকেট পেয়েছেন 7 ম্যাচে। কিন্তু কোনও ম্যাচে তাঁর বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা অস্বস্তিতে পড়েনি। বরং রান মৃগয়ায় স্টার্কের চার ওভারই প্রতিপক্ষের সবচেয়ে বড় স্বস্তির। নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় বাঁ-হাতি অজি পেসার নিশ্চিতভাবে রয়েছেন। কিন্তু শুক্রবারের ম্যাচের 48 ঘণ্টা আগে একওভার হাত ঘোরালেন। কখনও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পাশে দাঁড়িয়ে আলোচনায় ব্যস্ত থাকলেন। আবার কখনও বোলিং কোচের সঙ্গে কথা বলতে দেখা গেল।

KKR vs PBKS

5 জয়ে আইপিএলের প্লে-অফের দিকে নাইটরা। শুক্রবার এবং 29 এপ্রিল জয় তুলে নিতে পারলে কেকেআরের পরের পর্বে যাওয়া কার্যত নিশ্চিত হবে। দল জয়ের মধ্যে থাকলেও আত্মতুষ্টির কোনও রেশ নেই। ফর্মে থাকা সুনীল নারিন দীর্ঘক্ষণ ব্যাট করলেন। লম্বা লম্বা ছক্কা হাঁকিয়ে ইডেনের বাউন্ডারির মাপ ফের ঝালিয়ে নিলেন। পরে বোলিংও করতেও দেখা গেল। দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন ভেঙ্কটেশ আইয়ার। বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার সেভাবে রানের মধ্যে নেই। শেষ ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেও ছন্দে নেই নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁকেও দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল ৷ শুক্রবারের ম্যাচটি তাই বন্ধুত্বের। ক্রিকেট বৈরিতার। সেখানে রাবাদা বনাম ফিল সল্ট, অর্শদীপ বনাম নারিনের দ্বৈরথ ইডেনের উত্তাপ বাড়াতে পারে ৷

KKR vs PBKS

আরও পড়ুন:

  1. পায়ে পায়ে একান্ন, অবসরের এক দশক পরও বাইশ গজে পূজিত 'ক্রিকেটঈশ্বর'
  2. ঘরের মাঠে রাজা 'রুতু', অধিনায়কের সেঞ্চুরিতে লড়াকু রান তুলল চেন্নাই
  3. ভুবনেশ্বরে কলিঙ্গ জয়ের লক্ষ্যে 100 শতাংশ ফিট দল নিয়ে নামছেন হাবাস
Last Updated : Apr 25, 2024, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details