কলকাতা, 14 মার্চ: "কলকাতা আমার কাছে ফ্র্যাঞ্চাইজি নয়। আমার আবেগ। দর্শকদের গর্বিত করতে চাই। আমি দু'বার কেকেআর'কে চ্যাম্পিয়ন করেছি। সেই জন্য এত লোক এখানে এসেছে। আমি ওদের গর্বিত করতে চাই।" কলকাতায় পা-দিয়েই বললেন গৌতম গম্ভীর।
এরপর প্রাক্তন ক্রিকেটারের সংযোজন, "মিচেল স্টার্ককে প্রাইস ট্যাগ দিয়ে বিচার করবেন না। ও আর্ন্তজাতিক ক্রিকেটে যে পারফরম্যান্স করেছে তা করলেই আমাদের সুবিধা হয়ে যাবে ৷" 22 মার্চ থেকে শুরু হচ্ছে চলতি মরশুমের আইপিএল । 23 মার্চ কলকাতা নাইট রাইডার্স ইডেনে প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ হায়দরাবাদ সানরাইজার্স । শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে কেকেআরের প্রস্তুতি শিবির। তাতে যোগ দিতেই নাইট শিবিরের মেন্টর গৌতম গম্ভীর বৃহস্পতিবার শহরে চলে এলেন।
ভারতীয় ক্রিকেটাররাও ইতিমধ্য়েই তিলোত্তমায় পা-রেখেছেন। প্রস্তুতি শিবিরের প্রথম দিন থেকে ভারতীয় ক্রিকেটাররা থাকবেন। এরপর আন্দ্রে রাসেলের মতো বিদেশি ক্রিকেটাররা ধীরে ধীরে যোগ দেবেন। এদিন গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেটারদের অভ্যর্থনা জানাতে নাইট ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এরকম রিঙ্কু সিংকে নিয়ে উন্মাদনা এক সময় বিশৃঙ্খলায় পরিণত হয়। একই অবস্থা গৌতম গম্ভীরের ক্ষেত্রে উপক্রম হলে আজ তা সামাল দেন নিরাপত্তারক্ষীরা।
কেকেআরের ক্যাবিনেটে ফের আইপিএল ট্রফি ফেরানোর মরিয়া চেষ্টার কথা বলেছেন গম্ভীর। মিচেল স্টার্ককে এবছর সবচেয়ে বেশি দামে কিনেছেন তারা। তবে বেশি দামী ক্রিকেটার মানেই দায়িত্ব বেশি সেকথা মানতে নারাজ গম্ভীর। বলছেন আর্ন্তজাতিক ক্রিকেটে যে পারফরম্যান্স স্টার্ক করেছেন তা করতে পারলেই কাজ সহজ হয়ে যাবে। তাই প্রত্যাশার পারদ চড়িয়ে কেকেআর এবারের আইপিএলে। তবে এরইমধ্যে সংশয় ফের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ঘিরে। কেকেআর শিবির থেকে জানানো হয়েছে রঞ্জি ট্রফি শেষ হলেই শ্রেয়স আইয়ার যোগ দেবেন। কিন্তু নাইট অধিনায়ক ফের চোটের কবলে বলে শোনা যাচ্ছে। কয়েকটি ম্যাচে তাঁকে না-পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে ৷