পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সাগরপাড়ে ধোনি বনাম গম্ভীর, ইয়েলো ব্রিগেড বধের লক্ষ্যে চেন্নাই পাড়ি নাইটদের - IPL 2024

CSK vs KKR: চলতি কোটিপতি লিগে পরপর তিন ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলের মগডালে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ পরের পাখির চোখ চেন্নাই বধ ৷ তাই গতকালই দক্ষিণের ওই শহরে উড়ে গিয়েছে মেন্টর গৌতম গম্ভীরের দল ৷ আগামী 8 এপ্রিল চিপকে মুখোমুখি হতে চলেছে ধোনির চেন্নাই ও নারিনের কলকাতা ৷

CSK vs KKR
CSK vs KKR

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 10:07 AM IST

কলকাতা, 5 এপ্রিল: মিশন চেন্নাইয়ে কেকেআর। জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করার পরে এবার 'টেট্রা'র লক্ষ্যে নাইটরা। গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে মেগা ম্যাচ নাইটদের। 'নারায়ণ মন্ত্র' ও জয়ের হ্যাটট্রিকের আত্মবিশ্বাস নিয়ে চেন্নাইয়ে শ্রেয়স আইয়াররা। পৌঁছনোর পর পুরো দলই ছিল বিশ্রামে। শুক্রবারও নাইটদের বিশ্রামেই থাকার কথা ৷

ভাইজ্যাগের গ্যালারিতে নাইট-শো দেখার জন্য ছিলেন শাহরুখ খানও। দলের দুর্দান্ত পারফরম্যান্স দেখে বাজিগর মুগ্ধ। খেলার শেষে গ্যালারি থেকে মাঠে ঢুকে কিং খান যেমন নাইটদের পিঠ চাপড়ে দিয়ে সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদেরও বুকে টেনে নিয়েছেন। ঋষভ পন্তকে বুকে জড়িয়ে ধরেন বাদশা। সেলিব্রিটি দল মালিকের চেয়ে এখন নাইট সংসারের বেশি জনপ্রিয় মিতভাষী সুনীল নারিন।

ভাইজ্যাগে ব্যাটিং তাণ্ডবের পরে ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেছেন, টি-20 ক্রিকেটে ব্যাটিংয়ের ভিন্ন একটা গুরুত্ব রয়েছে। বোলিং আমি আগের মতো এখনও উপভোগ করি ঠিকই। কিন্তু দলের সাফল্যে ব্যাট হাতে বেশি মনোযোগ দেওয়া শুরু করেছি। এদিকে দিল্লি ক্যাপিট্যালসের কাছে হারলেও ব্যাটিং পরামর্শ সৌরভের কাছ থেকে নিলেন ভেঙ্কটেশ আইয়াররা।

তবে সুনীল নারিনের পারফরম্যান্স যদি ‘টক অফ দ্য টুর্নামেন্ট’ হয় তাহলে কেকেআরের 'আনসাং হিরো' অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অঙ্গকৃশ রঘুবংশী। বিশ্বকাপে সাফল্য পেয়েও পাদপ্রদীপে আসতে পারেননি। তাঁকে কৃতিত্ব দেওয়া হয়নি। তবে তাঁর প্রতিভা চিনেছিল কেকেআর এর ব্যাটিং কোচ অভিষেক নায়ার। তাঁরই আবিষ্কার এই আঠারো বছরের কিশোর। অঙ্গকৃশ রঘুবংশী ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে 27 বলে 54 রান করেন।

অঙ্গকৃশ রঘুবংশীকে তিন নম্বরে ব্যবহারের পিছনে রয়েছে নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের মস্তিষ্ক। তরুণ প্রতিভা সম্পর্কে গম্ভীরকে তথ্য জুগিয়েছেন অভিষেক নায়ার। তা যে ভুল ছিল না তা স্কোরবোর্ডে প্রতিফলিত। অঙ্গকৃশ রঘুবংশী নিজেও কোচ অভিষেক নায়ারের প্রশংসা করেছেন। বলেছেন, "উনি আমাকে সবকিছুতে সাহায্য করেন ৷ যেভাবে ম্যাচের ব্যাপারে ভেবেছি, যেভাবে আমি ম্যাচ নিয়ে কাজ করেছি ৷ আমি যা খাই, আমি যেভাবে প্রস্তুতি নিই, উনি সবকিছুতেই আমার গুরু। এটা আমার সঙ্গে ওনার সম্পর্ক।"

প্রায় একইসঙ্গে যোগ করেছেন, "আমার কাছে বিষয়টা সহজ। আমি গত সপ্তাহে যেভাবে অনুশীলন করেছি, আমার কোচ অভিষেক নায়ার যেভাবে আমাকে শিখিয়েছেন, সেটার ফলে আমাকে ব্যাটিংয়ের সময় খুব একটা বেশি চিন্তা করতে হয়নি। আমি শুধু আমার মতো করে ব্যাট করে গিয়েছি আমি সেটাকে বিশ্বাস করেছি। আমি প্রস্তুতি যা করেছি সেটা যথেষ্ট, উনি আমাকে যেভাবে প্রস্তুত করিয়েছেন সেটাই যথেষ্ট ছিল।"

আদতে দিল্লির ছেলে হলেও মাত্র 11 বছর বয়সে অঙ্গকৃশ মুম্বইয়ে চলে যান। সেখানে গিয়ে তিনি অভিষেক নায়ার ও ওমকার সালভির কাছ থেকে প্রস্তুতি নেন। অভিষেক নায়ার তাঁকে গড়ে তোলেন। রঘুবংশী মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন। এবার ক্রিকেটের সবচেয়ে বড় লিগে অঙ্গকৃশের অভিষেক হল। তরুণ ক্রিকেটারের প্রতি অভিষেক নায়ারের দিগনির্দেশ যে কতটা ঠিক তা দেখেছে ক্রিকেট দুনিয়া। আর টিম কেকেআর যে দক্ষ নাবিকের হাতে পড়ে প্রত্যাশিত ছন্দে তা দেখাচ্ছেন গৌতম গম্ভীর। আসলে এই দলকে কেকেআর এর মেন্টর ভাঙছেন না, গড়ছেন।

আরও পড়ুন:

  1. গিলের অধিনায়কোচিত ইনিংসে পঞ্জাবকে 200 রানের লক্ষ্যমাত্রা গুজরাতের
  2. জলে গেল গিলের 89 রান, শশাঙ্কের ব্যাটিং ঝড়ে তিন উইকেটে গুজরাত 'বধ' পঞ্জাবের
  3. সৌরভের সামনেই নাইটদের 'দাদাগিরি', জয়ের হ্যাটট্রিকে পয়লা নম্বরে কেকেআর

ABOUT THE AUTHOR

...view details