পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টার্ক-কামিন্সের মঞ্চে উজ্জ্বল রানা-সুয়শ, হায়দরাবাদ 'বধ' করে অভিযান শুরু কলকাতার - IPL 2024 - IPL 2024

Indian Premier League 2024: উনিশতম ওভারে ম্যাচ প্রায় প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছিলেন নাইটদের সবচেয়ে দামি তারকা, মিচেল স্টার্ক ৷ সেখান থেকে দুই তরুণ ও খানিকটা ভাগ্যের জোরে মূল্যবান দু’পয়েন্ট এল কলকাতায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 7:04 AM IST

Updated : Mar 24, 2024, 7:32 AM IST

কলকাতা, 24 মার্চ: মঞ্চটা বাঁধা হয়েছিল মিচেল স্টার্কের জন্য ৷ দর্শকরা দেখতে চেয়েছিল প্যাট কামিন্সকেও ৷ দুই অজি তারকা যে এবারের ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে দামি খেলোয়াড় ৷ সেই মঞ্চের যাবতীয় জৌলুশ নিয়ে চলে গেলেন হর্ষিত রানা ও সুয়শ শর্মা ৷ রাসেল ঝড়ে প্রথমে ব্যাট করে 208 রান তুলেছিল কেকেআর ৷ তা সত্ত্বেও ম্যাচ কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল ৷ শেষ পর্যন্ত কলকাতা কান ঘেষা পাশমার্ক তুলল রানা-সুয়শের দৌলতে ৷

মিচেল স্টার্ক এবছরের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার । প্রস্তুতিতে যেভাবে পারফরম্যান্স করেছেন তাতে গৌতম গম্ভীরের মুখে হাসি ফুটতে বাধ্য । কয়েক মাস আগে ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালে বল করে গিয়েছেন । কিন্তু এদিন যা খেল দেখালেন, তাতে সমর্থকদের চিন্তা বাড়তে বাধ্য ৷ 17তম ওভারে মাত্র 5 রান খরচ করেছিলেন ৷ চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স ৷ সেই বিশ্বজয়ীই 19তম ওভারে দিলেন 26 রান ৷ অনরিখ ক্লাসেন শুধু তিনটি ছয়ই মারলেন না, শাহবাজ আহমেদও যেভাবে স্টার্ককে মাঠের বাইরে ফেললেন, গৌতম তা দেখে আরও গম্ভীর হবেন ৷

সেখান থেকে কেকেআর’কে মূল্যবান দু’পয়েন্ট এনে দিলেন দলের তরুণ দুই খেলোয়াড় ৷ শেষ ওভারে জিততে গেলে 13 রান করতে হত হায়দরাবাদকে ৷ ক্রিজে ছিলেন বিধ্বংসী ক্লাসেন ৷ আগের ওভারে ঠিক দ্বিগুন রান দিয়ে গিয়েছেন স্টার্ক ৷ ফলে ‘হার’ কার্যত সময়ের অপেক্ষা বলে ধরে নিয়েছিলেন দলের অতি বড় সমর্থকও ৷ তার উপর প্রথম বলেই ফাইন লেগে ক্লাসেনের ছয় ৷ যদিও কুড়ি-বিশের ফর্ম্যাটে কোনও প্রেডিকশনই যে খাটে না, তা ফের প্রমাণিত হল ৷ এক বল পরেই শাহবাজকে ফেরালেন ৷ পঞ্চম বলে হাঁকিয়েছিলেন ক্লাসেন, যদিও ব্যাটে-বলে না হওয়ায় বল উঠে যায় আকাশে ৷ দুরন্ত ক্যাচ ধরেন শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো সুয়শ ৷ দুই তরুণ ও খানিকটা ভাগ্যের জোরে হারা ম্যাচ পকেটে পোরে নাইটরা ৷

আরও পড়ুন:

  1. বাদশার সামনে বিধ্বংসী দ্রে রাস, লিগের শুরুতেই বেগুনি ঝড় নন্দনকাননে
  2. 'মৃত্যুঞ্জয়ী' ফিরলেন বাইশ গজে, ঋষভকে ব্যাট হাতে দেখে স্ট্যান্ডিং ওভেশন দর্শকদের
  3. আইপিএলের সবচেয়ে দামি জুটি, লড়াইয়ের আগে মোলাকাত দুই বিশ্বজয়ীর
Last Updated : Mar 24, 2024, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details