কলকাতা, 24 মার্চ: মঞ্চটা বাঁধা হয়েছিল মিচেল স্টার্কের জন্য ৷ দর্শকরা দেখতে চেয়েছিল প্যাট কামিন্সকেও ৷ দুই অজি তারকা যে এবারের ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে দামি খেলোয়াড় ৷ সেই মঞ্চের যাবতীয় জৌলুশ নিয়ে চলে গেলেন হর্ষিত রানা ও সুয়শ শর্মা ৷ রাসেল ঝড়ে প্রথমে ব্যাট করে 208 রান তুলেছিল কেকেআর ৷ তা সত্ত্বেও ম্যাচ কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল ৷ শেষ পর্যন্ত কলকাতা কান ঘেষা পাশমার্ক তুলল রানা-সুয়শের দৌলতে ৷
মিচেল স্টার্ক এবছরের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার । প্রস্তুতিতে যেভাবে পারফরম্যান্স করেছেন তাতে গৌতম গম্ভীরের মুখে হাসি ফুটতে বাধ্য । কয়েক মাস আগে ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালে বল করে গিয়েছেন । কিন্তু এদিন যা খেল দেখালেন, তাতে সমর্থকদের চিন্তা বাড়তে বাধ্য ৷ 17তম ওভারে মাত্র 5 রান খরচ করেছিলেন ৷ চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স ৷ সেই বিশ্বজয়ীই 19তম ওভারে দিলেন 26 রান ৷ অনরিখ ক্লাসেন শুধু তিনটি ছয়ই মারলেন না, শাহবাজ আহমেদও যেভাবে স্টার্ককে মাঠের বাইরে ফেললেন, গৌতম তা দেখে আরও গম্ভীর হবেন ৷