পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সর্বোচ্চ 2500 ! ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম জানেন ? - INDIA ENGLAND TICKET PRICE

22 জানুয়ারি ইডেনে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-20 সিরিজের প্রথম ম্যাচ । এদিন ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যাণ্ডের আনুষ্ঠানিক প্রকাশ ।

India England T20 Match at Eden Gardens
ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম জানেন ? (গেটি ইমেজেস)

By ETV Bharat Sports Team

Published : Jan 1, 2025, 3:44 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: ছোট ভুলে বিতর্কের আগুন যেন জ্বলে চলেছে সিএবির অন্দরে । প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভায় প্রতিনিধির নাম পাঠানোর সময়সীমা পার । যা কোনরকমে সামলানো গিয়েছে ভারতীয় বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের তৎপরতা এবং বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির উদ্যোগে ।

বিষয়টি সামলাতে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও উদ্যোগী হয়েছিলেন । পরিস্থিতি এতটাই লজ্জার যে ভুল শোধরাতে সিএবির বড় কর্তারাও কোমর বেঁধে নামতে বাধ্য হয়েছিলেন । শেষ পর্যন্ত 12 জানুয়ারি বোর্ডের বিশেষ সাধারণ সভায় সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস বিশেষ অনুমতিতে যাওয়ার অনুমতি পেলেন ।

বোর্ডের বিশেষ সভায় যোগদানের গন্ডগোলের পর্বটি মিটতে না-মিটতেই ফের গন্ডগোল । এবার টিকিট বণ্টনের দিন বিতর্ক । 22 জানুয়ারি ইডেনে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-20 সিরিজের প্রথম ম্যাচ । এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য 800 টাকা রাখা হয়েছে । এছাড়াও রয়েছে 1300, 2000, 2500 টাকার টিকিট ।

এই নোটিশ সিএবি বার করতেই ফের বিতর্ক । কারন সিএবি অনুমোদিত ক্লাবগুলোর জন্য টিকিট বণ্টনের দিন ধার্য করা হয়েছে ম্যাচের দিন, অর্থাৎ 22 জানুয়ারি । যা দেখে ক্লাব কর্তারা ধন্দে । তাঁদের বক্তব্য, ম্যাচের দিনের তাড়াহুড়োর মধ্যে টিকিট বণ্টন কী করে সম্ভব হবে । সিএবি কর্তারা বিষয়টি আমল দিচ্ছেন না । কারণ ম্যাচের দিন টিকিট বণ্টনের যে কথা নোটিশে লেখা হয়েছে তা অসাবধানতার ভুল । টিকিট ম্যাচের নির্দিষ্ট দিনের আগেই ক্লাবগুলোর জন্য বণ্টন করা হবে । প্রসঙ্গত, 22 জানুয়ারি ভারত বনাম ইংল্যাণ্ড টি-20 ম্যাচের দিন ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যাণ্ডের আনুষ্ঠানিক প্রকাশ ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details