অ্যাডিলেড, 5 ডিসেম্বর: ভারতীয় ব্যাটিং ইউনিটে নিয়ে জল্পনা অব্যাহত ৷ জল্পনা ভারতীয় ব্যাটারদের পজিশন নিয়ে ৷ এবার যাবতীয় জল্পনায় যবনিকা পতন অধিনায়ক রোহিত শর্মা ৷ অ্যাডিলেড ওভালে কী হবে ভারতের ব্যাটিং লাইন-আপ ৷
পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷
গোলাপি বলে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিক এগিয়ে থেকেই নামছে ভারত । কারণ, প্রথম টেস্টের ফলাফল ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । তারমধ্যেই রোহিত জানিয়ে দিয়েছেন, গোলাপি বলের টেস্টে তিনি ওপেন করবেন না ৷ অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে রাহুল ইনিংস শুরু করবেন ৷ তিনি মাঝখানে কোথাও ব্যাট করবেন । যদিও নিজের ব্যাটিং অর্ডার স্পষ্ট করেননি হিটম্যান ৷