হায়দরাবাদ, 9 মে:আইপিএলে নজিরবিহীন ঘটনার সাক্ষী একপ্রকার বলা চলে বুধবারের ম্যাচ। হায়দরবাদের কাছে গো-হারের পর ভাষা হারিয়ে ফেলেন লখনউ অধিনায়ক ৷ সেইসঙ্গে ব্যাটিং বিভাগ অপ্রত্যাশিত, এমনটাও যোগ করেছেন টি-20 বিশ্বকাপের দলে সুযোগ না-পাওয়া লোকেশ রাহুল ৷ আর এই হার কোনওভাবেই মেনে নিতে পারেননি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ মাঠের মধ্যেই তিনি ক্যাপ্টেনকে বোকাঝোকা করেছেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটপাড়ায় সমালোচিত হয়েছেন গোয়েঙ্কা 'সাহেব'৷
কী হয়েছে গতকাল? ম্যাচ তখন সবে শেষ হয়েছে। বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কেএল রাহুল ৷ অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটের পরাজয় হজম করতে কষ্ট হচ্ছে। ওই অবস্থায় লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গেল রাহুলের পাশে। হাত, পা, নাড়িয়ে একপ্রকার রেগে লাল হয়ে উত্তেজিতভাবে কথা বলছেন। রাহুল তাঁকে কিছু বলার চেষ্টা করলেও তা শোনার মেজাজেই ছিলেন শিল্পপতি গোয়েঙ্কা। তবে তাঁর কোনও কথা শোনা না-গেলেও দেখে মনে হচ্ছে লখনউ মালিকের সুর ছিল সপ্তমে ৷