কোচি, 16 ডিসেম্বর: ফের কোচ ছাঁটাই কেরালা ব্লাস্টার্সে ৷ ইভান ভুকোমানোভিচ বিদায়ের পর চলতি মরশুমের শুরুতে অনেক আশা নিয়ে মিকায়েল স্তাহরেকে কোচ করে নিয়ে এসেছিল দাক্ষিণাত্যের ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ মরশুমের আগে ঘটা করে বিদেশে প্রাক-মরশুম প্রস্তুতি সত্ত্বেও চলতি আইএসএলে প্রত্যাশিত ছন্দে ধরা দিতে ব্যর্থ কেরালা ব্লাস্টার্স ৷ শনিবার মোহনবাগান সুপারজায়ান্টের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গে হারের হ্যাটট্রিক করে তারা ৷ আর তারপরই সোমবার সুইডিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল ব্লাস্টার্স ৷
চলতি আইএসএলে এখনও পর্যন্ত মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে মানজাপ্পাড়া ব্রিগেড ৷ হার সাতটি ম্যাচে ৷ 12 ম্য়াচ পর ঝুলিতে পয়েন্ট মাত্র 11 ৷ এই পরিসংখ্যানই যথেষ্ট স্তাহরেকে ছেঁটে ফেলার জন্য ৷ কেবল স্তাহরে নন, একইসঙ্গে তাঁর দুই সহকারি বোর্ন ওয়েস্টর্ম ও ফ্রেডেরিকো পেরেইরা মোরাইসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করল ফ্র্যাঞ্চাইজিটি ৷ এক বিবৃতিতে কেরালা ব্লাস্টার্সের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই নয়া কোচ খুঁজে নেওয়া হবে ৷ তবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন রিজার্ভ টিমের কোচ টমাস টর্জ ও তাঁর সহকারি টিজি পুরুষোত্তম ৷