পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানের কাছে হারতেই কোচ ছাঁটাই কেরালা ব্লাস্টার্সের - ISL 2024 25

শেষ সাত ম্যাচের মধ্যে ছ'টিতে হার ৷ জঘন্য পারফরম্যান্সের জেরে ফের কোচ ছাঁটাই কেরালা ব্লাস্টার্সে ৷ বিদায় মিকায়েল স্তাহরের ৷

MIKAEL STAHRE
স্তাহরেকে ছেঁটে ফেলল ব্লাস্টার্স (GETTY IMAGE)

By ETV Bharat Sports Team

Published : 6 hours ago

কোচি, 16 ডিসেম্বর: ফের কোচ ছাঁটাই কেরালা ব্লাস্টার্সে ৷ ইভান ভুকোমানোভিচ বিদায়ের পর চলতি মরশুমের শুরুতে অনেক আশা নিয়ে মিকায়েল স্তাহরেকে কোচ করে নিয়ে এসেছিল দাক্ষিণাত্যের ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ মরশুমের আগে ঘটা করে বিদেশে প্রাক-মরশুম প্রস্তুতি সত্ত্বেও চলতি আইএসএলে প্রত্যাশিত ছন্দে ধরা দিতে ব্যর্থ কেরালা ব্লাস্টার্স ৷ শনিবার মোহনবাগান সুপারজায়ান্টের কাছে পরাজয়ের সঙ্গে সঙ্গে হারের হ্যাটট্রিক করে তারা ৷ আর তারপরই সোমবার সুইডিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল ব্লাস্টার্স ৷

চলতি আইএসএলে এখনও পর্যন্ত মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে মানজাপ্পাড়া ব্রিগেড ৷ হার সাতটি ম্যাচে ৷ 12 ম্য়াচ পর ঝুলিতে পয়েন্ট মাত্র 11 ৷ এই পরিসংখ্যানই যথেষ্ট স্তাহরেকে ছেঁটে ফেলার জন্য ৷ কেবল স্তাহরে নন, একইসঙ্গে তাঁর দুই সহকারি বোর্ন ওয়েস্টর্ম ও ফ্রেডেরিকো পেরেইরা মোরাইসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করল ফ্র্যাঞ্চাইজিটি ৷ এক বিবৃতিতে কেরালা ব্লাস্টার্সের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই নয়া কোচ খুঁজে নেওয়া হবে ৷ তবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন রিজার্ভ টিমের কোচ টমাস টর্জ ও তাঁর সহকারি টিজি পুরুষোত্তম ৷

দায়িত্বগ্রহণের পর ব্লাস্টার্সের হেড কোচ হিসেবে 49 বছরের স্তাহরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ডুরান্ড ৷ সেখানে কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসি'র কাছে হারতে হয় ব্লাস্টার্সকে ৷ এরপর আইএসএলেও হেরেই শুরু করে তারা ৷ তবে পরবর্তী চার ম্যাচ থেকে 8 পয়েন্ট কুড়িয়ে দুরন্ত কামব্যাক করেন নোয়া সাদোয়ি, প্রীতম কোটালরা ৷ এরপর ফের পারফরম্যান্সের গ্রাফ পড়তে শুরু করে ইয়েলো ব্রিগেডের ৷ আইএসএলের শেষ সাত ম্যাচের মধ্যে 6টিই হেরেছে তারা ৷ জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে ৷ ইতিমধ্যেই দু'বার হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে কোচির দলটির ৷

গত শনিবার যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ স্তাহরের কাছে ছিল ডেডলাইন ৷ সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে 2-1 গোলে এগিয়ে যায় ব্লাস্টার্স ৷ কিন্তু 86 মিনিটে জেসন কামিংসের গোল এবং সংযুক্তি সময়ে (90+5 মিনিট) আলবার্তো রড্রিগেজের দূরপাল্লার শটে দুর্ধর্ষ গোল ফের হারের স্বাদ এনে দেয় স্তাহরের দলকে ৷ এরপরই চাকরি গেল সুইডিশ কোচের ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details