কানপুর, 27 সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুক্রবার শুরু হয়েছে কানপুরে ৷ যোগী আদিত্যনাথের রাজ্যে এই টেস্টে বৃষ্টি বড়সড় ভ্রূকুটি ৷ তবে বৃষ্টি ছাড়াও এই টেস্ট আয়োজনের ক্ষেত্রে আরও এক সমস্য়ার সম্মুখীন হতে হয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষকে ৷ আর সেজন্য তলব করা হয়েছে একদল হনুমানকে ৷ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে নিরাপত্তার একটি দিক দেখাশোনা করছে রামভক্তরাই ৷ বিশ্বাস না-হলেও সত্যি এটাই ৷
এবার আসা যাক আসল ঘটনায় ৷ কানপুরে আন্তর্জাতিক ম্য়াচ আয়োজনের ক্ষেত্রে বরাবরই বাধা হয়ে দাঁড়ায় বানরের উপদ্রব ৷ দর্শকদের খাবার থেকে শুরু করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে এইসব বানরদের ৷ এক্ষেত্রে নিরাপদ নন স্ট্যান্ডে থাকা সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাপার্সনরাও ৷ ফলত এই বানরদের স্টেডিয়ামে প্রবেশে আটকাতেই একদল হনুমানকে তলব করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ ৷ বানরের আক্রমণ ঠেকাতেই বিশেষভাবে নিয়োগ করা হয়েছে রামভক্ত হনুমানদের ৷ তবে এই প্রথম নয়, আগেও কানপুরে আন্তর্জাতিক ম্যাচে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷