পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টেডিয়াম কর্তৃপক্ষের তলব, যোগীরাজ্যে ভারত-বাংলাদেশ টেস্টের নিরাপত্তায় হনুমান! - INDIA vs BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

LANGURS HIRED FOR SECURITY IN IND vs BAN TEST: কানপুরে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের নিরাপত্তায় তলব করা হল একদল হনুমান ৷ যোগীর রাজ্যে কেন এমন ব্যবস্থা? জেনে নিন প্রতিবেদনে ৷

LANGURS HIRED FOR SECURITY AT KANPUR STADIUM
ভারত বাংলাদেশ টেস্টের নিরাপত্তায় হনুমান (IANS/GETTY)

By ETV Bharat Sports Team

Published : Sep 27, 2024, 5:59 PM IST

কানপুর, 27 সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুক্রবার শুরু হয়েছে কানপুরে ৷ যোগী আদিত্যনাথের রাজ্যে এই টেস্টে বৃষ্টি বড়সড় ভ্রূকুটি ৷ তবে বৃষ্টি ছাড়াও এই টেস্ট আয়োজনের ক্ষেত্রে আরও এক সমস্য়ার সম্মুখীন হতে হয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষকে ৷ আর সেজন্য তলব করা হয়েছে একদল হনুমানকে ৷ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে নিরাপত্তার একটি দিক দেখাশোনা করছে রামভক্তরাই ৷ বিশ্বাস না-হলেও সত্যি এটাই ৷

এবার আসা যাক আসল ঘটনায় ৷ কানপুরে আন্তর্জাতিক ম্য়াচ আয়োজনের ক্ষেত্রে বরাবরই বাধা হয়ে দাঁড়ায় বানরের উপদ্রব ৷ দর্শকদের খাবার থেকে শুরু করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে এইসব বানরদের ৷ এক্ষেত্রে নিরাপদ নন স্ট্যান্ডে থাকা সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাপার্সনরাও ৷ ফলত এই বানরদের স্টেডিয়ামে প্রবেশে আটকাতেই একদল হনুমানকে তলব করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ ৷ বানরের আক্রমণ ঠেকাতেই বিশেষভাবে নিয়োগ করা হয়েছে রামভক্ত হনুমানদের ৷ তবে এই প্রথম নয়, আগেও কানপুরে আন্তর্জাতিক ম্যাচে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷

কানপুর শহরেও বানরের উপদ্রব এড়াতে হনুমানের দ্বারস্থ হওয়ার রেওয়াজ রয়েছে সাধারণ মানুষের মধ্যে ৷ ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, "বানরের হামলা এড়াতে আমরা হনুমানের ব্যবস্থা করেছি নিরাপত্তা সুনিশ্চিত করতে ৷" বানরের হামলা থেকে বাউন্ডারির পিছনে থাকা ক্যামেরাপার্সনদের রক্ষা করতে স্টেডিয়াম কর্তৃপক্ষ কালো কাপড়েরও ব্যবস্থা করেছে ৷ বানরের উপদ্রব ছাড়াও স্টেডিয়ামের সি ব্লক বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাচের আগে ৷ ম্যাচের আগে পরিদর্শনে দেখা যায় সি ব্লকের ধারণক্ষমতা অনুরাগীদের জন্য নিরাপদ নয় ৷

এদিকে আশঙ্কা সত্যি করে শুক্রবার কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে থাবা বসাল বৃষ্টি ৷ বৃষ্টির জেরে প্রথমদিন খেলা হল মাত্র 35 ওভার ৷ তিন উইকেট হারিয়ে প্রথমদিনের শেষে বাংলাদেশ তুলেছে 107 রান ৷ ভারতের হয়ে জোড়া উইকেট আকাশদীপের, একটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের ৷

ABOUT THE AUTHOR

...view details