পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রভশন ম্যাচের ব্যর্থতা ভুলে মোলিনার ভাবনায় নর্থ-ইস্ট, রেফারিং নিয়ে সরব বাগান - MOHUN BAGAN

MOLINA ON MOHUN BAGAN PERFORMANCE: আপাতত নর্থ-ইস্ট ম্যাচে ফোকাস করতে চান ৷ তারপরে ফের ভাবতে চান এএফসি চ্যাম্পিয়ন্স 2 নিয়ে ৷ পাশাপাশি রভশনের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে তিনি খুশি বলেও জানালেন মোহনবাগান কোচ হোসে মোলিনা ৷

MOHUN BAGAN vs RAVSHA KULOB
রভশনের বিরুদ্ধে মোহনবাগান ম্যাচের দৃশ্য (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Sep 19, 2024, 5:48 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর প্রথম ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া করার আক্ষেপ প্রকট মোহনবাগানের অন্দরমহলে। প্রত্যেকেই মানছেন নিশ্চিত জয় মাঠে ফেলে এসেছেন ফুটবলাররা। একইসঙ্গে রেফারিকেও তোলা হচ্ছে কাঠগড়ায়। কোচ হোসে মোলিনা জানালেন, তিনি দলের খেলায় খুশি। যেভাবে ফুটবলাররা প্রতিপক্ষের চাপ সামলে গোলের সুযোগ তৈরি করেছিল তা প্রশংসনীয়।

মোলিনার বক্তব্য (ETV Bharat)

বিশেষ করে দ্বিতীয়ার্ধে গোটা চারেক গোলের সুযোগ ছেলেরা তৈরি করেছিল বলে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জানান স্প্যানিশ কোচ। যা থেকে একটি গোল হলেই ছবিটা বদলে যেতে পারত বলে মত মোলিনার। পাশাপাশি রক্ষণ যে গোল হজম করেনি, সেই ব্যাপারটাও তাঁকে স্বস্তি দিয়েছে বলে জানিয়েছেন বাগান কোচ। প্রসঙ্গত, এসিএল 2 শুরুর আগে শেষ চার ম্যাচে 9 গোল হজম করেছিল সবুজ-মেরুন রক্ষণ। তাই ড্র হলেও সামগ্রিক পারফরম্যান্সে তিনি খুশি।

সামনে আইএসএল এবং মহাদেশীয় টুর্নামেন্টের খেলা সমান্তরালভাবে রয়েছে। মোলিনা তাই জানালেন, রভশন ম্যাচ ভুলে তিনি সোমবারের নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচ নিয়ে আপাতত পরিকল্পনা সাজাতে চান। তারপর ফের ট্র্যাক্টর এফসি'র বিরুদ্ধে এসিএল 2 ম্য়াচের কথা ভাববেন ৷ জিততে না-পারার হতাশা প্রকট হয়েছে দিমিত্রি পেত্রাতোসের গলায়। সুযোগ কাজে লাগাতে না-পারার ব্যর্থতায় জয় হাতছাড়া হয়েছে বলে মনে করেন অজি স্ট্রাইকার। পাশাপাশি অজি ফুটবলার সরব রেফারিং নিয়েও। রক্তাক্ত পা নিয়ে খেলতে হলেও রেফারি সেদিকে নজর দেননি বলে অভিযোগ করেছেন সবুজ-মেরুন স্প্যানিশ স্ট্রাইকার।

অধিনায়ক শুভাশিস বসুও দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি। তিনি মনে করেন, রক্ষণের গোল হজম না-করা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে আইএসএলের নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচের আগে। ডুরান্ড কাপ ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেড সবুজ-মেরুন রক্ষমের দুর্বলতাকে কাজে লাগিয়ে বাজিমাত করেছিল। এদিকে অনুরাগীদের সমালোচনার জবাবে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসুর স্ত্রী কস্তুরী বসু জানিয়েছেন, অধিনায়ক বলেই শুভাশিসকে সমর্থকদের কড়া সমালোচনা সহ্য করতে হয়। যা একসময় সহ্যের বাইরে চলে যায় বলে জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details