কলকাতা, 27 সেপ্টেম্বর: বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে সূচি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনার। শনিবার আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তবে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে টানা ম্য়াচের কারণে অসন্তোষ বাগান কোচের গলায় ৷ তবে এরমধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা স্প্যানিশ কোচের ৷ ডুরান্ড চ্য়াম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্যাচ ছিনিয়ে নেওয়ার মধ্যে আশার আলো দেখছেন মোলিনা।
বেঙ্গালুরু এফসি ম্যাচ নিয়ে আপাতত যাবতীয় ভাবনা আবর্তিত হলেও সবুজ-মেরুন কোচের মানসিক অস্থিরতাও রয়েছে পরের দু’টি ম্যাচের কথা ভেবে ৷ 2 অক্টোবর ইরানে ট্রাক্টর এসসি'র বিরুদ্ধে এসিএল টু-এর ম্যাচ রয়েছে মোহনবাগানের। ইরান থেকে ফিরেই 5 অক্টোবর আইএসএলে নামতে হবে মহামডানের বিরুদ্ধে। এভাবে পরপর ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন তুলছেন সবুজ-মেরুনের হেডস্যর। শুক্রবার সকালে অনুশীলন করে বেঙ্গালুরু রওনা হল মোহনবাগান। দলের সঙ্গে গেলেন না আলবার্তো রদ্রিগেজ ৷ গার্ডেন সিটি থেকেই ইরানের উদ্দেশে রওনা দেবে দল। 2 অক্টোবর ম্যাচ খেলে কলকাতায় মোহনবাগান ফিরবে 4 অক্টোবর ৷ পরের দিনই মহামেডান ম্যাচ। ফলে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি ঠিকমতো কাটানোর আগেই মিনি ডার্বিতে নামতে হবে মোহনবাগানকে, একপ্রকার বিনা অনুশীলনে।