কলকাতা, 7 জানুয়ারি:প্রয়াত কিংবদন্তি ক্রিকেট কোচস্বপন সাধু ৷ বয়স হয়েছিল 77 বছর ৷ তাঁর হাত ধরেই ঝুলন গোস্বামীর ক্রিকেট যাত্রা শুরু ৷ কলকাতার বিবেকানন্দ পার্কে তাঁর প্রশিক্ষণ কেন্দ্র ৷ সেখানেই চাকদা থেকে কলকাতায় এসে ক্রিকেট সরঞ্জাম প্রথম হাতে তুলে নিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী ৷ তবে, শিষ্যের জীবনযুদ্ধ রুপোলি পর্দায় দেখে যাওয়া হল না গুরুর। তাঁর চলে যাওয়া বাংলা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি।
গতকাল চাকদা এক্সপ্রেস তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে, কোচ তথা মেন্টরের চলে যাওয়ার খবর জানান ৷ পাশাপাশি কোচের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ঝুলন লিখেছেন, "আজ আমি শুধু একজন প্রশিক্ষককে হারালাম না ৷ একজন পরামর্শদাতা এবং একজন পথ প্রদর্শককে হারালাম। স্বপন সাধু স্যর, আপনি আমাকে একজন ক্রিকেটার ও একজন মানুষ পরিণত করে তুলেছেন ৷ আপনার শিক্ষা চিরকাল আমার হৃদয়ে প্রতিধ্বনিত হবে। চিরশান্তিতে থাকুন ৷ সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ ৷ আপনি সবসময় মনে থেকে যাবেন ৷ ওম শান্তি ৷"