পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'গুরুহীন' চাকদা এক্সপ্রেস ! প্রয়াত কিংবদন্তি ক্রিকেট কোচ স্বপন সাধু - SWAPAN SADHU PASSES AWAY

প্রয়াত বাংলা তথা ভারতের ক্রিকেটার গড়ার অন্যতম কারিগর স্বপন সাধু ৷ কোচ তথা মেন্টরকে হারালেন ঝুলন গোস্বামী ৷ তাঁর প্রয়াণ বাংলা ক্রিকেটে অপূরণীয় ক্ষতি ৷

SWAPAN SADHU PASSES AWAY
'গুরুশূন্য' চাকদা এক্সপ্রেস (ফাইল ছবি)

By ETV Bharat Sports Team

Published : Jan 7, 2025, 9:15 AM IST

কলকাতা, 7 জানুয়ারি:প্রয়াত কিংবদন্তি ক্রিকেট কোচস্বপন সাধু ৷ বয়স হয়েছিল 77 বছর ৷ তাঁর হাত ধরেই ঝুলন গোস্বামীর ক্রিকেট যাত্রা শুরু ৷ কলকাতার বিবেকানন্দ পার্কে তাঁর প্রশিক্ষণ কেন্দ্র ৷ সেখানেই চাকদা থেকে কলকাতায় এসে ক্রিকেট সরঞ্জাম প্রথম হাতে তুলে নিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী ৷ তবে, শিষ্যের জীবনযুদ্ধ রুপোলি পর্দায় দেখে যাওয়া হল না গুরুর। তাঁর চলে যাওয়া বাংলা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি।

গতকাল চাকদা এক্সপ্রেস তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে, কোচ তথা মেন্টরের চলে যাওয়ার খবর জানান ৷ পাশাপাশি কোচের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ঝুলন লিখেছেন, "আজ আমি শুধু একজন প্রশিক্ষককে হারালাম না ৷ একজন পরামর্শদাতা এবং একজন পথ প্রদর্শককে হারালাম। স্বপন সাধু স্যর, আপনি আমাকে একজন ক্রিকেটার ও একজন মানুষ পরিণত করে তুলেছেন ৷ আপনার শিক্ষা চিরকাল আমার হৃদয়ে প্রতিধ্বনিত হবে। চিরশান্তিতে থাকুন ৷ সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ ৷ আপনি সবসময় মনে থেকে যাবেন ৷ ওম শান্তি ৷"

বিবেকানন্দ পার্কের কোচিং ক্যাম্পে ঝুলনকে দেখেই স্বপন সাধু বুঝে গিয়েছিলেন, ছাত্রী তাঁর ব্যাটার নয়, বরং বোলার হিসেবেই ভবিষ্যৎ উজ্জ্বল করবে ৷ কিন্তু, ঝুলনের মনে ছিল ব্যাটিং করার স্বপ্ন ৷ তাই তো কোচের হাত থেকে বল তুলে নিয়ে দৌড় শুরু করেন ঝুলন ৷ গুরুর দেখানো পথে হেঁটেই আজ তিনি 'চাকদা এক্সপ্রেস' হিসেবে পরিচিতি পান ৷

সম্প্রতি, সিএবি ঝুলন গোস্বামীকে সম্মানিত করে ৷ ইডেনের 'বি' ব্লকের একটি স্ট্যান্ডের নামকরণ করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নামে। যা 22 জানুয়ারি ভারত-ইংল্যান্ড টি-20 ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। ছাত্রীর সেই উজ্জ্বলতম দিন দেখে যাওয়া হল না কোচ স্বপন সাধুর।

ইডেনে 'ঝুলন স্ট্যান্ড', ক্রিকেটের নন্দনকাননে নন্দিত 'চাকদা এক্সপ্রেস

ABOUT THE AUTHOR

...view details