পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্য়বসায়িক প্রতারণা মামলায় ধোনিকে তলব ঝাড়খণ্ড হাইকোর্টের

ক্রিকেট অ্যাকাডেমি চালু সংক্রান্ত ব্যবসায়িক প্রতারণা মামলায় ধোনিকে নোটিশ পাঠাল ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ বিষয়টি ঠিক কী?

MS DHONI
এমএস ধোনি (ANI)

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 1:00 PM IST

রাঁচি, 13 নভেম্বর: প্রস্তাব নাকচ করা সত্ত্বেও তাঁর নামে ক্রিকেট অ্য়াকাডেমি চালুর চেষ্টা দুই প্রাক্তন ব্য়বসায়িক সহযোগীর ৷ যার ফলস্বরূপ প্রায় 15 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে ৷ পুরোনো সেই মামলায় বিশ্বজয়ী ভারত অধিনায়ককে তলব করল ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ নিম্ন আদালতে ধোনির দায়ের করা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই প্রাক্তন সহযোগী মিহির দিবাকর ও সৌম্য দাস ৷ তারই পরিপ্রেক্ষিতে মামলায় ধোনির অবস্থান স্পষ্ট জানতে চেয়ে তাঁকে ডেকে পাঠাল ঝাড়খণ্ড হাইকোর্ট ৷

আরাকা স্পোর্টস অ্য়ান্ড ম্যানেজমেন্টের দুই ডিরেক্টর মিহির দিবাকর এবং সৌম্য দাস বছর তিনেক আগে একটি ক্রিকেট অ্য়াকাডেমি চালু করার প্রস্তাব নিয়ে ধোনির কাছে গিয়েছিলেন ৷ ধোনির নামেই সেই অ্য়াকাডেমি খোলার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু দু'জনের সেই প্রস্তাবে রাজি হননি প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কিন্তু ধোনির প্রত্য়াখ্যান সত্ত্বেও অ্যাকাডেমি চালু করার প্রচেষ্টা জারি থাকে তাঁদের ৷

ধোনির ব্য়বসায়িক অংশীদার হওয়ার কারণে এই ব্য়াপারে মিহির দিবাকর এবং সৌম্য দাস বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলেন ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন ভারত অধিনায়ক 15 কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল ৷ ফলস্বরূপ দুই ব্যবসায়িক সহযোগীর নামে রাঁচির আদালতে গতবছর প্রতারণার মামলা করেছিলেন ধোনি ৷ নিম্ন আদালতে তাঁদের বিরুদ্ধে যাওয়া মামলার রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন মিহির ও সৌম্য ৷

কেবল ভারতেই নয়, ভারতের বাইরেও ধোনির নামে ক্রিকেট অ্য়াকাডেমি খোলার প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন অধিনায়কের দুই ব্যবসায়িক সহযোগী ৷ সেই প্রস্তাব প্রত্য়াখ্যান সত্ত্বেও দু'জনের বাড়বাড়ন্তের কারণে চলতি বছরের 5 জানুয়ারি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধোনি এবং প্রতারণার মামলা দায়ের করেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details