পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হাসপাতালে ছুটলেন বুমরা, সিডনিতে অধিনায়কত্বে ফিরলেন কোহলি - BORDER GAVASKAR TROPHY

সিডনি টেস্টের মাঝে হাসপাতালে ছুটতে হল ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাকে ৷ পরিবর্তে অধিনায়কত্বে ফিরলেন বিরাট কোহলি ৷

INDIA VS AUSTRALIA TEST
বুমরা ও কোহলি (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Jan 4, 2025, 9:37 AM IST

সিডনি, 4 জানুয়ারি: বোলারদের দাপটে সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে ভারত ৷ দ্বিতীয়দিন বিউ ওয়েবস্টার ছাড়া কোনও অজি ব্য়াটারের ইনিংস লম্বা হতে দেননি জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা ৷ কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পরেই দুঃসংবাদ বয়ে এল ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে মাঠ ছাড়লেন স্ট্যান্ড-ইন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ স্ক্য়ান করাতে হাসপাতালে ছুটতে হল গুজরাত পেসারকে ৷

বুমরার চোটের ধরন এখনও নিশ্চিত না-হলেও খাতায়-কলমে অধিনায়ককে ছাড়াই সিডনিতে লড়ছে ভারত ৷ আর বুমরার পরিবর্তে ঐতিহ্যের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দলের অধিনায়কত্বের ব্যাটন আপাতত প্রাক্তন দলনায়ক বিরাট কোহলির হাতে ৷ চোটের ধরন জানা না-গেলেও বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দলের চিকিৎসকের সঙ্গে ট্রেনিং কিটে মাঠ ছেড়েছেন ভারত অধিনায়ক ৷ হাসপাতালে যাওয়ার জন্য বুমরার গাড়িতে ওঠার দৃশ্যও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়েন আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে থাকা বোলার ৷

এক উইকেটে 9 রান নিয়ে দ্বিতীয়দিন খেলা শুরু করে অস্ট্রেলিয়া ৷ প্রথমদিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এদিন শুরু করেন বুমরা ৷ মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দিনের প্রথম ঝটকা দেন ক্য়াঙারুবাহিনীকে ৷ এরপর ভারতীয় দলের পেসার ত্রয়ীর দাপটে মধ্যাহ্নভোজের আগেই পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া ৷ অভিষেক টেস্টে ওয়েবস্টারের অর্ধশতরান লড়াইয়ে রাখে ব্য়াগি গ্রিনদের ৷ যদিও দ্বিতীয় সেশনে লম্বা হয়নি তাঁর ইনিংস ৷ 57 রানে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হন তিনি

বুমরার অনুপস্থিতিতে নীতীশ রেড্ডি জোড়া উইকেট তুলে পরিস্থিতি সামাল দেন ৷ মেলবোর্নে ব্য়াট হাতে শতরান হাঁকানো নায়ক এদিন তুলে নেন প্য়াট কামিন্স ও মিচেল স্টার্কের উইকেট ৷ অজিদের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করা স্টিভ স্মিথকে (33) ফেরান কৃষ্ণা ৷ সবমিলিয়ে ভারতের 185 রানের জবাবে প্রথম ইনিংসে 181 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ইনিংস ৷ চার রানে এগিয়ে ভারতীয় দল ৷ তিনটি করে উইকেট মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার ৷ দু'টি উইকেট বুমরা ও সিরাজের ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details