সিডনি, 4 জানুয়ারি: বোলারদের দাপটে সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে ভারত ৷ দ্বিতীয়দিন বিউ ওয়েবস্টার ছাড়া কোনও অজি ব্য়াটারের ইনিংস লম্বা হতে দেননি জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা ৷ কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পরেই দুঃসংবাদ বয়ে এল ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে মাঠ ছাড়লেন স্ট্যান্ড-ইন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ স্ক্য়ান করাতে হাসপাতালে ছুটতে হল গুজরাত পেসারকে ৷
বুমরার চোটের ধরন এখনও নিশ্চিত না-হলেও খাতায়-কলমে অধিনায়ককে ছাড়াই সিডনিতে লড়ছে ভারত ৷ আর বুমরার পরিবর্তে ঐতিহ্যের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দলের অধিনায়কত্বের ব্যাটন আপাতত প্রাক্তন দলনায়ক বিরাট কোহলির হাতে ৷ চোটের ধরন জানা না-গেলেও বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দলের চিকিৎসকের সঙ্গে ট্রেনিং কিটে মাঠ ছেড়েছেন ভারত অধিনায়ক ৷ হাসপাতালে যাওয়ার জন্য বুমরার গাড়িতে ওঠার দৃশ্যও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়েন আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে থাকা বোলার ৷