দুবাই, 2 অক্টোবর: বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দ্বিতীয় টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জের ৷ বোলারদের ব়্যাংকিংয়ে ফের শীর্ষে ফিরলেন ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরা ৷ সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ফের আইসিসি ক্রমতালিকার মগডালে গুজরাত পেসার ৷ বুধবার প্রকাশিত নয়া ব়্য়াংকিংয়ে ব্য়াটিংয়ের ক্ষেত্রেও চমক রয়েছে ভারতের জন্য ৷ বাংলাদেশ সিরিজে ভালো পারফরম্য়ান্স করে প্রথম তিনে ঢুকে পড়লেন ওপেনার যশস্বী জয়সওয়াল ৷
সর্বশেষ টেস্ট ব়্যাংকিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয়স্থানে ছিলেন বুমরা, অশ্বিন ছিলেন প্রথমস্থানে ৷ এদিন প্রকাশিত নয়া ব়্যাংকিংয়ে একে অপরের স্থান বদল করলেন ৷ কানপুর টেস্টের দু'ইনিংসে মিলিয়ে মোট 6 উইকেট নেন বুমরা ৷ যশস্বীর পাশাপাশি ব্য়াটারদের মধ্যে উল্লেখযোগ্য বিরাট কোহলির উত্থান ৷ বাংলাদেশ সিরিজের পর ছয় ধাপ উপরে উঠে আপাতত ছ'য়ে 'দ্য রানমেশিন' ৷ প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ঝোড়ো 47 রানের ইনিংস আসে বিরাটের ব্য়াটে ৷ অন্যদিকে ব়্যাংকিংয়ে দু'ধাপ উন্নতি করে তিন নম্বরে যশস্বী ৷ এক্ষেত্রে কানপুর টেস্টের জোড়া ইনিংসে অর্ধশতরান কাজে এসেছে ওপেনিং ব্য়াটারের জন্য ৷