ইটিভি ভারতের মুখোমুখি ইরফান পাঠান হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: আইপিএলের সপ্তদশ সংস্করণের আগে মুম্বই ইন্ডিয়ান্স সংসারে প্রত্যাবর্তন ঘটেছে হার্দিক পান্ডিয়ার ৷ তার চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সরিয়ে ফ্র্যাঞ্চাইজি নয়া অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বরোদা অলরাউন্ডারকে ৷ 'হিটম্যান'কে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে হার্দিকের এই জার্নি সহজ হবে না বলে মত ইরফান পাঠানের ৷
মাস দু'য়েক আগে মিনি অকশনের ঠিক পরেই হার্দিককে গুজরাত থেকে ছিনিয়ে নেয় মুম্বই ৷ যিনি অভিষেক মরশুমেই গুজরাতকে ট্রফির স্বাদ এনে দিয়েছিলেন ৷ গত মরশুমে যদিও ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছিল তাঁদের, কিন্তু এবার তাঁর কাছে নয়া চ্যালেঞ্জ ৷ কোটিপতি লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের হাতবদল নিয়ে ইটিভি ভারতকে তাঁর মতামত শেয়ার করলেন ইরফান পাঠান ৷
হায়দরবাদের ভাল্লুরূপাল্লির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে এসে ইটিভি ভারতকে প্রাক্তন জাতীয় অলরাউন্ডার বলেন, "চেন্নাই সুপার কিংসের মতোই মুম্বই ইন্ডিয়ান্সও আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ কিন্তু অধিনায়কত্বের প্রসঙ্গ যদি আসে তবে নিশ্চিতভাবে মুম্বইয়ের পরিস্থিতি বদলেছে ৷" হার্দিকের কাছে বিষয়টা চ্যালেঞ্জিং কারণ, মুম্বই দলে একাধিক নেতা রয়েছে, মত পাঠানের ৷
2007 টি-20 বিশ্বজয়ী দলের সদস্য বলেন, "রোহিত একজন প্রকৃত নেতা ৷ কিন্তু পরিবর্তে হার্দিক পান্ডিয়া এবার দলের নেতা হিসেবে ফিরছে ৷ এ বিষয়ে অনেককিছু কানাঘুষো কানে আসছে ৷ ফলত নিঃসন্দেহে হার্দিকের জন্য কাজটা কঠিন হতে চলেছে ৷"
পাঠানের কথায়, "মাঠে নেমে মুম্বইকে নেতৃত্ব দেওয়া খুব একটা সহজ কাজ হবে না হার্দিকের জন্য ৷ কারণ সূর্যকুমার যাদবের মত সম্প্রতি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া একাধিক ক্রিকেটার রয়েছে দলে ৷ জসপ্রীত বুমরার মতোও দুর্দান্ত নেতা রয়েছে মুম্বইয়ের দলে ৷ হঠাৎ করেই সেই দলে যখন অন্য দল থেকে একজনের নেতা হিসেবে প্রত্যাবর্তন ঘটছে তখন সেটা চ্যালেঞ্জ তো বটেই ৷ যদিও ক্রিকেটার হিসেবে ওর জবাব নেই ৷" তবে হার্দিক নেতা হিসেবে ভালোই করবেন বলে মত প্রাক্তন বাঁ-হাতি অলরাউন্ডের ৷
দেশের হয়ে 29টি টেস্ট এবং 120টি ওডিআই খেলা পাঠান বলছেন, "দু'টো বিষয় নিয়ে মুম্বইয়ের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে ৷ কারণ, হার্দিকের চোট-আঘাতের প্রবণতা রয়েছে ৷ যদিও আইপিএল কখনও ও মিস করেনি তবে জাতীয় দলের হয়ে চোট-আঘাত প্রায়শই ওকে ভুগিয়েছে ৷ স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি এই ব্যাপারে খানিক আশঙ্কিত থাকবেই ৷ আরেকটি বিষয় হল একাধিক নেতা গোছের ক্রিকেটার কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই চ্যালেঞ্জের ৷" তবে মুম্বই ইন্ডিয়ান্স যেহেতু বড় দল তাই সহজেই এই সকল চ্যালেঞ্জ উতরে আসন্ন আইপিএলে ভালো ফলই করবে মুম্বই ৷ জানালেন পাঠান ৷
আরও পড়ুন:
- ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং
- 'বাজবল' খেলতে টিম মিটিংয়ে বিশ্বাসী নয় ইংল্যান্ড, জানালেন রুট
- অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে বুমরা