চেন্নাই, 26 মে:আজ সন্ধ্যেয় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ আইপিএল সিজন-17’র ফাইনাল অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্সের কাছে এক অনন্য রেকর্ড স্পর্শ করার সুযোগ ৷ তা হল, মহেন্দ্র সিং ধোনির একটি ক্রিকেট মরশুমে ওডিআই বিশ্বকাপ ও আইপিএল জেতার রেকর্ড ছুঁয়ে, একসারিতে চলে আসা ৷ রবিবার রাতের ফাইনাল ম্যাচ জিতলেই সেই কৃতিত্ব অর্জন করবেন কামিন্স ৷
উল্লেখ্য, ধোনি 2011 সালে অধিনায়ক হিসেবে ভারতকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতিয়ে ছিলেন ৷ বিশ্বকাপ জয়ের দু’মাসের মধ্যে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে আইপিএল ট্রফি জেতান ধোনি ৷ আর ভারতের মাটিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে গতবছর আইসিসি-র পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৷ এবার তাঁর সামনে সুযোগ রয়েছে, একই মরশুমে আইপিএলে সানরাইজার্সের হয়ে আইপিএল খেতাব জেতার ৷ সেটা করতে পারলে, ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হবেন কামিন্স, যিনি দেশের হয়ে বিশ্বকাপ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল জিতবেন ৷
আরও পড়ুন: