পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘরের মাঠে আবেগঘন প্রত্যাবর্তনের অপেক্ষায় পন্ত, সামনে সানরাইজার্সের বিস্ফোরক ব্যাটিং - IPL 2024 - IPL 2024

IPL 2024: আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ৷ যেখানে 5 বছর পর দিল্লির মাঠে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্তের ৷ যেখানে ঋষভের দলের সামনে সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ব্যাটিং লাইন-আপের চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 2:07 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালস ৷ সেই সঙ্গে মৃত্যুর মুখ থেকে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের পর এটাও ঋষভের প্রথম ম্যাচ এই মাঠে ৷ উল্লেখ্য, 5 বছর পর ঋষভ অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ম্যাচ খেলতে নামছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ আজকের ম্যাচে ক্যাপিটালসের সামনে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ৷ ব্যাটে-বলে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে ঋষভের দল ৷

2019 সালের 4 মে শেষবার অরুণ জেটলি স্টেডিয়ামে ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন ঋষভ পন্ত ৷ এরপরের বছর 2020 সালের আইপিএল করোনা অতিমারির কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে চলে যায় ৷ পরের মরশুমে দিল্লিতে কয়েকটি ম্যাচ খেলা হলেও, সেখানে ক্যাপিটালসের ম্যাচ ছিল না ৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে, সেই সময়ও টুর্নামেন্ট মরুদেশে সরিয়ে নেওয়া হয় ৷ 2022 সালে পুরো টুর্নামেন্ট মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে আয়োজিত হয় ৷ আর পরের বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট থেকেই দূরে সরে যান ঋষভ ৷

তবে, ঘরের মাঠে সমর্থকদের সামনে চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের ৷ গতবছর বিশ্বকাপের সময় দিল্লির চেনা মন্থর পিচ পুরোপুরি বদলে গিয়েছিল ৷ যেখানে সাড়ে তিনশো-চারশো রান অনায়াসে উঠছিল ৷ ফলে এবারের আইপিএলেও ব্যাটিং সহায়ক পিচ থাকবে বলে আশা করা হচ্ছে ৷ কিন্তু, সেখানেই কঠিন পরীক্ষা দিল্লির বোলিংয়ের ৷ কারণ, প্রতিপক্ষের ব্যাটিং এই মরশুমে দু’বার আইপিএলের সর্বোচ্চ টিম টোটালের রেকর্ড ভেঙেছে ৷ একবার আরসিবির 263 রানের রেকর্ড ভেঙে 277 রান তুলেছিল ৷ আর দ্বিতীয়বার শেষ খেলা ম্যাচ অরেঞ্জ আর্মি আরসিবির বিরুদ্ধে 287 রান তুলেছিল ৷

ফলে ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমার, কুলদীপ যাদবদের সামনে কঠিন চ্যালেঞ্জ ৷ ওপেনিংয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড ৷ এরপর এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন এবং আব্দুল সামাদ ৷ কুড়ি ওভারের ম্যাচে উইকেট তুলতে না-পারলে, ফর্মে থাকা এই ব্যাটিংয়ের সামনে বেঁচে পালানোর উপায় নেই ৷ উল্লেখ্য, বিশাখাপত্তনমে ডিসির বোলারদের শাসন করে কেকেআর 272 রান তুলেছিল ৷ ফলে আজকের ম্যাচে ফের বড় রান ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

তবে, দিল্লির পক্ষে একটা সুবিধা হল, সানরাইজার্সের বোলিং ৷ বড় রান তুললেও, হায়দরাবাদের বোলাররাও আড়াইশোর উপরে রান খরচ করছে ৷ যা দিল্লির ব্যাটারদের পক্ষে ভালো খবর ৷ বিশেষত, 19 বছরের অজি জ্যাক ফ্রাসার ম্যাক গুরক আসার পর দিল্লির টপ-অর্ডার ব্যাটিং শক্তিশালী হয়েছে ৷ তবে, পৃথ্বী শ-কে বড় রান করতে হবে ৷ মিডল-অর্ডারে অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাব এবং ঋষভ পন্ত ফর্মে রয়েছেন ৷ ফলে প্রথম পাঁচ জনের ব্যাটে রান এলে সানরাইজার্সের বোলিংয়ের বিরুদ্ধে বড় রান তোলা খুব কঠিন হবে না ৷

আরও পড়ুন:

  1. শহরে কোহলি, স্পট বোলিং অনুশীলনে স্টার্ককে ছন্দে ফেরানোর চেষ্টায় নাইটরা
  2. রাহুলের 'নবাবি' ইনিংস, এক ওভার বাকি থাকতে ধোনিদের হেলায় হারাল লখনউ
  3. এশিয়া অলিম্পিক কোয়ালিফায়ারে নামা হল না দীপক পুনিয়া-সুজিত কালাকালের

ABOUT THE AUTHOR

...view details