নয়াদিল্লি, 20 এপ্রিল: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালস ৷ সেই সঙ্গে মৃত্যুর মুখ থেকে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের পর এটাও ঋষভের প্রথম ম্যাচ এই মাঠে ৷ উল্লেখ্য, 5 বছর পর ঋষভ অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ম্যাচ খেলতে নামছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ আজকের ম্যাচে ক্যাপিটালসের সামনে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ৷ ব্যাটে-বলে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে ঋষভের দল ৷
2019 সালের 4 মে শেষবার অরুণ জেটলি স্টেডিয়ামে ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন ঋষভ পন্ত ৷ এরপরের বছর 2020 সালের আইপিএল করোনা অতিমারির কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে চলে যায় ৷ পরের মরশুমে দিল্লিতে কয়েকটি ম্যাচ খেলা হলেও, সেখানে ক্যাপিটালসের ম্যাচ ছিল না ৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে, সেই সময়ও টুর্নামেন্ট মরুদেশে সরিয়ে নেওয়া হয় ৷ 2022 সালে পুরো টুর্নামেন্ট মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে আয়োজিত হয় ৷ আর পরের বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট থেকেই দূরে সরে যান ঋষভ ৷
তবে, ঘরের মাঠে সমর্থকদের সামনে চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের ৷ গতবছর বিশ্বকাপের সময় দিল্লির চেনা মন্থর পিচ পুরোপুরি বদলে গিয়েছিল ৷ যেখানে সাড়ে তিনশো-চারশো রান অনায়াসে উঠছিল ৷ ফলে এবারের আইপিএলেও ব্যাটিং সহায়ক পিচ থাকবে বলে আশা করা হচ্ছে ৷ কিন্তু, সেখানেই কঠিন পরীক্ষা দিল্লির বোলিংয়ের ৷ কারণ, প্রতিপক্ষের ব্যাটিং এই মরশুমে দু’বার আইপিএলের সর্বোচ্চ টিম টোটালের রেকর্ড ভেঙেছে ৷ একবার আরসিবির 263 রানের রেকর্ড ভেঙে 277 রান তুলেছিল ৷ আর দ্বিতীয়বার শেষ খেলা ম্যাচ অরেঞ্জ আর্মি আরসিবির বিরুদ্ধে 287 রান তুলেছিল ৷