ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মনু ভাকরের 'ক্ষতিগ্রস্ত' 2টি পদক বদলে দিতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি - MANU BHAKER OLYMPICS MEDALS REPLACE

প্যারিস অলিম্পিক্সে জেতা দু’টি ব্রোঞ্জ পদকের রং বদলের অভিযোগ ৷ এমন একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে ৷

MANU BHAKER OLYMPICS MEDALS REPLACE
মনু ভাকরের 'ক্ষতিগ্রস্ত' 2টি পদক বদলে দিতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷ (ছবি সূত্র- আইএএনএস)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 15, 2025, 8:46 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: 'ক্ষতিগ্রস্ত' হয়েছে প্যারিস অলিম্পিক্সে জেতা দু’টি ব্রোঞ্জ পদক ৷ বিশ্বের অসংখ্য পদকজয়ীর মতো, এমনই অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে করেছিলেন ভারতীয় শুটার মনু ভাকের ৷ সেই অভিযোগের পর এবার মনু ভাকরের 'ক্ষতিগ্রস্ত' দু’টি পদক বদলে দিতে পারে আইওসি ৷

জানা গিয়েছে, একই রকম দেখতে দু’টি ব্রোঞ্জ পদকের সঙ্গে ক্ষতিগ্রস্ত পদক দু’টি বদলে দেওয়া হবে ৷ উল্লেখ্য, বিশ্বের একাধিক অ্যাথলিট সোশাল মিডিয়ায় তাঁদের পদকের জরাজীর্ণ অবস্থার ছবি পোস্ট করেছেন ৷

এ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, পদকের রং খারাপ হয়ে যাওয়ার একাধিক অভিযোগ পেয়েছে তারা ৷ অভিযোগের ভিত্তিতে, ক্ষতিগ্রস্ত পদকগুলি নিয়ম মেনে পদকগুলি 'মোনাই দে প্যারিস' (ফরাসি রাষ্ট্রীয় টাঁকশাল) বদলে দেবে ৷ বদলে দেওয়া পদকগুলিও আসল হবে ৷

উল্লেখ্য, প্যারিস অলিম্পিকের প্রতিটি পদকের মাঝে যে লোহা বসানো আছে, তার ওজন 18 গ্রাম ৷ সেভাবেই এই নতুন পদকগুলি তৈরি করা হবে ৷ প্যারিসের টাঁকশাল যা 'মোনাই দে প্যারিস' নামে পরিচিত, তারা ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সে দেশের কয়েন ও নোট ছাপানোর দায়িত্বে রয়েছে ৷

আগামী সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত সব পদকগুলি বদলে দেওয়া হবে ৷ এ বিষয়ে প্যারিস অলিম্পিক্স আয়োজক কমিটি 'মোনাই দে প্যারিস'-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে ৷ উল্লেখ্য, 2024 প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিকের পদকগুলিতে ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারের ছোঁয়া রয়েছে ৷

প্যারিস অলিম্পিকের জন্য 5 হাজার 84টি সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক তৈরি করা হয়েছিল ৷ সেই পদকগুলির ডিজাইন করেছিল বিশালবহুল গয়না ও ঘড়ি প্রস্তুতকারী সংস্থা 'চৌমে' ৷

ABOUT THE AUTHOR

...view details