নয়াদিল্লি, 15 জানুয়ারি: 'ক্ষতিগ্রস্ত' হয়েছে প্যারিস অলিম্পিক্সে জেতা দু’টি ব্রোঞ্জ পদক ৷ বিশ্বের অসংখ্য পদকজয়ীর মতো, এমনই অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে করেছিলেন ভারতীয় শুটার মনু ভাকের ৷ সেই অভিযোগের পর এবার মনু ভাকরের 'ক্ষতিগ্রস্ত' দু’টি পদক বদলে দিতে পারে আইওসি ৷
জানা গিয়েছে, একই রকম দেখতে দু’টি ব্রোঞ্জ পদকের সঙ্গে ক্ষতিগ্রস্ত পদক দু’টি বদলে দেওয়া হবে ৷ উল্লেখ্য, বিশ্বের একাধিক অ্যাথলিট সোশাল মিডিয়ায় তাঁদের পদকের জরাজীর্ণ অবস্থার ছবি পোস্ট করেছেন ৷
এ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, পদকের রং খারাপ হয়ে যাওয়ার একাধিক অভিযোগ পেয়েছে তারা ৷ অভিযোগের ভিত্তিতে, ক্ষতিগ্রস্ত পদকগুলি নিয়ম মেনে পদকগুলি 'মোনাই দে প্যারিস' (ফরাসি রাষ্ট্রীয় টাঁকশাল) বদলে দেবে ৷ বদলে দেওয়া পদকগুলিও আসল হবে ৷