পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হোক যোগাসন’, সওয়াল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষার - PT Usha

PT Usha pitches for Yoga: বিশ্ব যোগ দিবসের পাঁচদিন পরই যোগাসনের গুরুত্ব বাড়ানোর পক্ষে সওয়াল পিটি উষার ৷ এশিয়ান গেমসে যোগাসন অন্তর্ভুক্ত করার জন্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতিকে চিঠি লিখলেন দেশের কিংবদন্তি দৌড়বিদ ৷

Etv Bharat
পিটি উষা

By PTI

Published : Jun 26, 2024, 6:40 PM IST

নয়াদিল্লি, 26 জুন: এশিয়ান গেমসে যোগাসনকে অন্তর্ভুক্ত করা হোক ৷ এমনই আর্জি জানালেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) সভাপতি পিটি উষা ৷ 21 জুন বিশ্বজুড়ে পালিত হয়েছে যোগ দিবস ৷ তার পাঁচদিন পর উষা জানালেন, দেশে যোগের জনপ্রিয়তা আরও বাড়ানো দরকার ৷ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভাপতি রাজা রণধীর সিংকে একটি চিঠিতে, কিংবদন্তি ক্রীড়াবিদ এশিয়ান গেমসে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন । ঊষা চিঠিতে লিথেছেন, ‘‘বিশ্বে 21 জুন 10তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়েছে ৷ এর সার্বজনীন গুরুত্ব ও মানুষের প্রয়োজনীয়তা রয়েছে । সারা দেশজুড়ে বহু মানুষ যোগ ব্যায়ামের অনুশীলন করছেন ৷ তার সুফলও পেয়েছেন ৷’’

উষার কথায়, যোগাসনের গুরুত্ব বাড়ানোর জন্য ভারতকে নেতৃত্ব দিতে হবে ৷ যোগব্যায়ামকে মহাদেশের ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হলে গুরুত্ব আরও বাড়বে । কিংবদন্তি দৌড়বিদ আরও বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে যোগের গুরুত্ব আরও বেশি অনুধাবিত হবে ৷ ভারত এশিয়ান গেমস এবং শেষ পর্যন্ত অলিম্পিক গেমসে খেলার অন্তর্ভুক্তির জন্য প্রচেষ্টা চালাতে পারে ৷’’

প্যারিসের বিখ্যাত ল্যুভর যাদুঘর দর্শকদের আগামী মাসে অলিম্পিকের আগে প্রশিক্ষকদের যোগ সেশনে অংশ নেওয়ার সুযোগ দেবে । সেই উদ্যোগের কথা তুলে ধরেই এশিয়ান গেমসে যোগাসন অন্তর্ভুক্ত করার পক্ষে সওয়াল করেছেন পদ্মশ্রী প্রাপ্ত দৌড়বিদ ৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এশিয়ান গেমসে যোগ ব্যায়ামের অন্তর্ভুক্ত করার ভাবনায় উৎসাহ দেখিয়েছেন । উষা বলেন, ‘‘তিনি আমাকে বলেছিলেন যে এশিয়ান গেমসে অন্তর্ভুক্তি খেলাটিকে অলিম্পিকে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হবে । যোগ আমাদের দেশের গরিমা ৷ সেটি জাতীয় প্ল্যাটফর্মে থাকা দরকার ৷’’

ABOUT THE AUTHOR

...view details