হায়দরাবাদ, 8 অগস্ট: অলিম্পিক্সে আজ ভারত বনাম পাকিস্তান ৷ জ্যাভলিন থ্রো ফাইনালে বৃহস্পতিবার পদকের লক্ষ্যে নামছেন গতবারের সোনাজয়ী নীরজ চোপড়া, রয়েছেন পাকিস্তানে আরশাদ নাদিমও ৷ এই ঘটনাকে ভারত বনাম পাক বললে বোধহয় অত্যুক্তি করা হয় না মোটেই ৷ চলতি অলিম্পিক্সে এখনও পর্যন্ত তিনটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে ৷ প্রথম সোনার লক্ষ্যে তাই 'সোনার ছেলে'র দিকেই তাকিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী ৷ অন্যদিকে 1992 সালের পর প্রথম পদকের জন্য আরশাদ নাদিমের দিকে তাকিয়ে পাকিস্তান ৷
নাদিমকে শুভেচ্ছা পাক ক্রিকেটারদের: বৃহস্পতিবার ফাইনালের আগে জ্য়াভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে শুভেচ্ছা জানালেন পাক ক্রিকেটাররা ৷ পাক ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়োবার্তা পোস্ট করা হয়েছে ৷ যেখানে আরশাদের সোনাজয়ের ব্যাপারে প্রত্যয়ী শুনিয়েছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের ৷ তাঁদের সকলেরই আশা সোনা আনবেন আরশাদ ৷
তৃতীয় হয়ে ফাইনালে আরশাদ: গ্রুপ 'বি' থেকে তৃতীয় হয়ে মঙ্গলবার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার ৷ সিজন বেস্ট 86.59 মিটার বর্শা ছুড়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি ৷
যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে ছিলেন নীরজ: গতবারের সোনাজয়ী নীরজ জোড়া গ্রুপ মিলিয়ে শীর্ষে থেকেই যোগ্যতা অর্জন করেছেন ফাইনালের ৷ সোনা ধরে রাখার পথে শুরুটা ভালোই হয়েছে নীরজের ৷ যোগ্যতা অর্জনে একটি মাত্র থ্রো করেন নীরজ, তাতেই ফাইনাল নিশ্চিত হয় তাঁর ৷ মঙ্গলবার কোয়ালিফিকেশনে 89.34 মিটার ছোড়েন পানিপথের ছেলে ৷ যা ছাপিয়ে গিয়েছে তাঁর টোকিয়োর রেকর্ড ৷
পার্সোনাল বেস্টে এগিয়ে আরশাদ: নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের ব্যক্তিগত সেরা থ্রো যদি দেখা যায়, তাহলে এগিয়ে পাক অ্যাথলিটই ৷ 2022 কমনওয়েলথ গেমসে 90.18 মিটার ছুড়ে গেমস রেকর্ড গড়েছিলেন তিনি ৷ যা তাঁর ব্যক্তিগত সেরাও বটে ৷ অন্যদিকে নীরজের পার্সোনাল বেস্ট 89.94 মিটার ৷