পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নীরজ সোনা জিতলে ফ্রি-ভিসা, যেতে পারবেন যেখানে খুশি; বড় ঘোষণা সংস্থার - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

VISA COMPANY ANNOUNCED BUMPER OFFER IF NEERAJ WINS GOLD: নীরজ চোপড়া প্য়ারিসে ফের সোনা জিতলে জন্য ফ্রি ভিসার ঘোষণা মার্কিনজাত এক কোম্পানির ৷ সংস্থার ভারতীয় বংশোদ্ভূত কর্ণধার জানালেন, ফ্রি ভিসায় ব্য়বহারকারীরা একদিনের জন্য যেতে পারবেন বিশ্বের যে কোনও প্রান্তে ৷

NEERAJ CHOPRA
নীরজ চোপড়া (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 1:22 PM IST

সান ফ্রান্সিসকো, 4 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের প্রথম আটদিনে ভারতের ঝুলিতে মাত্র তিনটি পদক ৷ যার সবক'টিই ব্রোঞ্জ ৷ অর্থাৎ, পোডিয়াম শীর্ষে ফিনিশ করে এখনও পর্যন্ত স্বর্ণপদক গলায় ঝোলাতে ব্যর্থ কোনও ভারতীয় অ্যাথলিট ৷ এমতাবস্থায় জ্য়াভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে ঘিরেই ফের সোনার পদকের আশা আবর্তিত হচ্ছে ভারতীয়দের ৷ এমতাবস্থায় ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল একটি ই-ভিসা কোম্পানি ৷ টোকিয়োর পর প্য়ারিসেও যদি পানিপথের ছেলে সোনা জিততে পারেন, তবে সকল ব্যবহারকারীদর জন্য একদিন ফ্রি ভিসার ঘোষণা করলেন মার্কিনজাত সংস্থার ভারতীয় বংশোদ্ভূত কর্ণধার ৷

এই মর্মে গত 30 জুলাই লিঙ্কড ইনে সংস্থার কর্ণধার মোহক নাহতা একটি পোস্ট করেন ৷ যেখানে মোহক লেখেন, "আমি ব্যক্তিগতভাবে সকলকে বিনামূল্যে ভিসা দেব যদি নীরজ চোপড়া আবারও সোনা জেতেন ৷ চল ৷" কেমন হবে মার্কিনজাত ভিসা সংস্থার অফার ৷ মোহক নাহতার পোস্ট অনুযায়ী নীরজ যদি প্যারিসে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেন তবে একদিনের জন্য সংস্থা সকল ব্য়বহারকারীকে প্রয়োজনমতো ফ্রি ভিসা দেবে ৷ সেই ভিসায় একদিনের জন্য ব্যবহারকারীরা বিশ্বের যে কোনও প্রান্তে যেতে পারবেন ৷

লিঙ্কড ইনে তাঁর প্রথম পোস্টের স্বপক্ষে দিনতিনেক বাদে ফের আরেকটি পোস্ট করেন সংস্থার কর্ণধার ৷ যেখানে বিশদে সব জানিয়েছেন তিনি ৷ দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, "30 জুলাই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নীরজ চোপড়া সোনা জিতলে আমি সকলকে বিনামূল্যে ভিসা দেব ৷ তারপর থেকে অনেকে আমার কাছে বিস্তারিত জানতে চেয়েছেন ৷ বিস্তারিত নীচে রইল ৷" মোহক জানান, আগামী 8 অগস্ট প্যারিসে সোনার লক্ষ্যে নামবেন নীরজ ৷ তিনি সোনা জিতলে সারাদিনের জন্য তাঁর সংস্থা বিনামূল্যে ভিসা দেবে ৷ ভিসার মূল্য সংস্থা সম্পূর্ণ বহন করবে বলে পোস্টে আশ্বস্ত করেছেন তিনি ৷

মোহক নাহতার সোশাল পোস্ট (SCREENSHOT)

এরপরে মোহক জানান, যে কোনও দেশের জন্য ভিসার আবেদন করা যেতে পারে; কোনও বাধ্যবাধকতা নেই ৷ এমনকী সেই পোস্টে কমেন্ট বক্সে ইচ্ছুকদের মেইল আইডি শেয়ার করার কথাও বলেছেন মোহক ৷ যাতে সংস্থার ব্যবহারকারী হিসেবে অ্যাকাউন্ট নথিবদ্ধ হয় এবং পরবর্তীতে সহজেই ফ্রি ভিসা মিলে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details