করাচি, 19 ফেব্রুয়ারি: ভারতীয় দলের পাকিস্তানে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে না-যাওয়া নিয়ে কম শব্দ খরচ হয়নি সংবাদমাধ্যমগুলোয় ৷ আর রোহিতব্রিগেড পাকিস্তানে খেলতে না-যাওয়ার কারণে সম্প্রতি মাথাচাড়া দিয়েছিল তেরঙা বিতর্ক ৷ আইসিসি ইভেন্টের জন্য নবনির্মিত পাকিস্তানের স্টেডিয়ামগুলোয় ভারতের পতাকা না-দেখে উষ্মাপ্রকাশ করেছিলেন ভারতীয় অনুরাগীরা ৷ পাল্টা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্যও সামনে এসেছিল ৷ কিন্তু বিতর্কের জেরে শেষমেশ পিছুই হটল পিসিবি ৷ বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনে করাচি ন্য়াশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী অন্য়ান্য দেশগুলোর পতাকার সঙ্গে দেখা মিলল তেরঙার ৷
এদিন করাচি ন্য়াশনাল স্টেডিয়ামের যে ভিডিয়ো এবং ছবি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের পতাকার মাঝে জায়গা করে নিয়েছে ভারতের তেরঙা ৷ বৃহস্পতিবার বাংলাদেশ ম্য়াচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করছে ভারতীয় দল ৷ তার আগে এই ছবি নিঃসন্দেহে আশ্বস্ত করবে এদেশের ক্রিকেটের অনুরাগীদের ৷ প্রাথমিকভাবে পাক স্টেডিয়ামগুলোতে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে নিজেদের দেশের পতাকা না-দেখে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারতের ক্রিকেট ফ্য়ানরা ৷