পারথ, 13 নভেম্বর: বর্ডার-গাভাসকর সিরিজের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে ভারতীয়-এ দলের বিরুদ্ধে একটি ম্য়াচ খেলার কথা ছিল সিনিয়র ভারতীয় দলের ৷ কিন্তু চোট-আঘাতের কথা চিন্তা করে সেই ম্য়াচ পরবর্তীতে বাতিল করা হয় টিম ম্য়ানেজমেন্টের তরফে ৷ যা নিয়ে বেশ চর্চা হয় ৷ ভারতীয় থিঙ্কট্য়াঙ্কের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা সরব হন সুনীল গাভাসকরের মত কিংবদন্তি ৷ অবশেষে চাপে পড়ে প্রস্তুতি ম্য়াচ আয়োজনের সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷
দেশের মাটিতে সম্প্রতি নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে বেশ কিছু ক্রিকেটার ফর্মের ধারেকাছেও ছিলেন না ৷ হাইভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফির আগে সেই ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বদ্ধপরিকর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তাই প্রস্তুতি ম্য়াচ না-খেলার সিদ্ধান্তে বদল আনল তাঁরা ৷ পারথ টেস্টের আগে নিজেদের মধ্যে তিনদিনের একটি গা-ঘামানো ম্য়াচ খেলবেন কোহলি-গিলরা ৷ ইন্ট্রা স্কোয়াড এই ম্য়াচটি অনুষ্ঠিত হবে শুক্রবার থেকে রবিবার ৷ যদিও সেই ম্যাচে সংবাদমাধ্য়ম কিংবা দর্শক প্রবেশের অনুমতি থাকবে না বলে রিপোর্টে বলা হয়েছে ৷