নয়াদিল্লি, 4 জুলাই:বিশ্বসেরাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে বাসে করে চেপে 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সেখানেই প্রাতরাশ সারেন বিরাট-রোহিতরা। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি। টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাতে মোদিজি বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন ৷ নানা বিষয়ে কথোপকথন চলতে থাকে ৷
সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রফি হাতে মোদিজির বাসভবনে ট্রফি হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে ৷ মোদিজি বসে রয়েছেন মাঝখানে ৷ তাঁর ডানদিকে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর পাশে রয়েছেন সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া ও অন্যান্যরা ৷ বাঁ-দিকে রয়েছেন রাহুল দ্রাবিড়, তাঁর পাশে রয়েছেন বিরাট কোহলি ও অন্যান্যারা ৷ ক্রিকেটারেরা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও ছিলেন সেখানে।