পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইতালিকে হারিয়ে বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে ভারতের মহিলা প্যাডলাররা - India Womens Table Tennis Team

World Table Tennis Team Championship: বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় কোয়ালিফাই করল ভারতীয় মহিলা দল ৷ ইতালির বিরুদ্ধে 3-0 ব্যবধানে ম্যাচ জিতেছে ভারতের মেয়েরা ৷ তিনটি ম্যাচে শ্রীজা আকুলা, মণিকা বত্রা এবং ঐহিকা মুখোপাধ্যায় ভারতকে 3-0 ফলাফলে রাউন্ড 32-তে জয় পাইয়ে দেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 5:55 PM IST

বুসান, 21 ফেব্রুয়ারি: বুধবার দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে ইতালিকে দাপটের সঙ্গে হারাল ভারতীয় মহিলা দল ৷ 3-0 ব্যবধান জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন মণিকা বাত্রা, ঐহিকা মুখোপাধ্যায়রা ৷ ইতালির বিরুদ্ধে এদিন রাউন্ড 32-তে শুরু থেকেই দাপট দেখায় ভারতের মেয়েরা ৷

এদিন প্রথম ম্যাচে বিশ্ব ব়্যাংকিংয়ে 49 নম্বরে থাকা শ্রীজা আকুলা নিকোলেট স্টেফানোভাকে স্ট্রেট গেমে হারিয়েছেন ৷ শ্রীজা 12-10, 11-6, 11-7 স্ট্রেট গেমে প্রথম ম্যাচটি জেতেন ৷ মাত্র 20 মিনিটে তিনি ভারতকে 1-0 লিড এনে দেন ৷ দ্বিতীয় ম্যাচে ইতালির জর্জিয়া পিক্কোলিনকে স্ট্রেট গেমে হারান সিনিয়র প্যাডলার তথা বিশ্ব ব়্যাংকিংয়ে 36 নম্বরে থাকা মণিকা বাত্রা ৷ তিনি 12-10, 11-6, 11-5 স্ট্রেট গেমে ম্যাচ জেতেন ৷ শ্রীজার থেকে 3 মিনিট বেশি অর্থাৎ, 23 মিনিটে দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে 2-0 লিড দেন মণিকা ৷

উল্লেখ্য, গত অলিম্পিকসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মণিকা বাত্রাকে সাসপেন্ড করেছিল ভারতীয় টিটি অ্যাসোসিয়েশন ৷ সাসপেনশন ওঠার পর, এটাই মণিকার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল ৷ সেখানে তিনি দেখিয়ে দিলেন, কেন তিনি ভারতের অন্যতম সেরা প্যাডলার ৷ রাউন্ড 32-র তৃতীয় ম্যাচে বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন ইতালির মোনফারদিনি ৷ যিনি তৃতীয় গেমটি 13-15 স্কোরে জেতেন ৷ আজকের ম্যাচের দীর্ঘতম রাউন্ড ছিল সেটি ৷ তবে, ঐহিকা প্রথম রাউন্ডে 15-13 পয়েন্টে জিতেছে ৷ তবে, দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ প্যাডলারকে বিশেষ কোনও সুযোগ দেননি ৷ তৃতীয় ম্যাচটি 15-13, 11-9, 13-15, 11-8 গেমে জিতে ভারতের রাউন্ড-16 এ কোয়ালিফাই নিশ্চিত করেন ঐহিকা ৷

বুধবারই ভারতীয় মহিলা দল বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার খেলতে নামবে ৷ যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের চতুর্থ বাছাই চিনা-তাইপেই ৷ এই রাউন্ডে জিতলেই 2024 প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন করে নেবে ৷

আরও পড়ুন:

  1. ছেলের জন্মের পর প্রথমবার লন্ডনের রাস্তায় দেখা গেল বিরাটকে
  2. ব্রেন টিউমার থামিয়ে দিতে পারেনি, ট্র‍্যাকে আজও দুরন্ত শ্যামলী
  3. থাইল্যান্ডের বিরুদ্ধে জয়, ব্যাডমিন্টনে প্রথমবার এশিয়া সেরা ভারতের মেয়েরা

ABOUT THE AUTHOR

...view details