পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বজয়ের পর ফের প্রোটিয়া ‘বধ’, টেস্টেও দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করলেন হরমনপ্রীতরা - India W beat South Africa W

India W wins against South Africa W: ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করেছিলেন ভারতের মেয়েরা ৷ এবার টেস্ট ম্যাচেও প্রোটিয়াদের নিয়ে ছেলেখেলা করল ‘উইমেন ইন ব্লু’ ৷ 10 উইকেটে লরা উলভার্টদের উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা ৷

India W wins against South Africa W
উইমেন ইন ব্লু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 9:21 AM IST

Updated : Jul 2, 2024, 9:26 AM IST

চেন্নাই, 2 জুলাই: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয় করেছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ তারপরেই প্রোটিয়া ‘বধ’ করল ভারতের প্রমীলা বাহিনী ৷ পাঁচদিনের ম্যাচে 10 উইকেটে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করল ‘উইমেন ইন ব্লু’ ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে একাধিক রেকর্ডও গড়লেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা ৷

চিপকে টেস্টের প্রথম দিন থেকে প্রোটিয়া বোলারদের উপর বুলডোজার চালান ভারতীয় ব্যাটাররা ৷ ব্যাট হাতে তাণ্ডব দেখান শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা ৷ 603 রানের বিরাট ইনিংস খেলে ডিক্লেয়ার করেছিল ভারত ৷ ব্যাট করতে নেমে 266 রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ ফলো-অনে ব্যাট করতে নেমে 373 রান তোলে প্রোটিয়া ব্রিগেড ৷ শতরান করেন অধিনায়ক লরা উলভার্ট (314 বলে 122) ও সুনে লুস (203 বলে 109) ৷ নাদিন ডে'ক্লার্ক খেলেন 61 রানের ইনিংস ৷ জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের দরকার ছিল 37 রান ৷ কোনও উইকেট না-হারিয়েই সেই রান তুলে ফেলেন সতীশ সুভা ও শেফালি বর্মা ৷

ব্যাটে-বলে শুধু দাপটই নয়, একাধিক বিশ্বরেকর্ডও গড়েছেন ভারতের মেয়েরা ৷ কী কী নজির হল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ?

  • এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অজিদের দখলে ৷ চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংসে অস্ট্রেলিয়ার 575 রান ছিল বিশ্বরেকর্ড ৷ 603 রানের ইনিংসে নয়া রেকর্ড গড়ল ভারতের প্রমিলা বাহিনী ৷
  • একদিনে সর্বোচ্চ রানের রেকর্ডও ভারতের ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমদিন উঠল 525 রান ৷
  • প্রথম ইনিংসে 205 রানের ইনিংস খেলেন ওপেনার শেফালি বর্মা । দ্বি-শতরান করতে মাত্র 194টি বল নিয়েছেন তিনি ৷ টেস্ট ক্রিকেটে যা দ্রুততম ৷
  • মিতালি রাজের 22 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দ্বি-শতরান করেছেন শেফালি বর্মা ৷
  • শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে 292 রান তুলে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা ৷ মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ ৷

5 জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচে টি-20 সিরিজ ৷ ওডিআই ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর কনিষ্ঠ ফর্ম্যাটেও দাপট অব্যহত রাখতে চাইবে ভারত ৷ এই সিরিজের পরেই শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ ৷ প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত ৷ ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে সেই টুর্নামেন্টের হোমওয়ার্ক করে রাখতে চাইবেন হরমনরা ৷

Last Updated : Jul 2, 2024, 9:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details