পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্যর্থ বিরাট, অর্শদীপের ‘ভুলে’ দ্বীপরাষ্ট্রে আটকে গেল ভারত - India vs Sri Lanka - INDIA VS SRI LANKA

India vs Sri Lanka 1st ODI Match: সহজ লক্ষ্যমাত্রা তাড়া করেও জয় পেল না ভারত ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে আটকে গেল ভারত ৷

India vs Sri Lanka
শ্রীলঙ্কার বিরুদ্ধে আটকে গেল ভারত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 9:32 AM IST

কলম্বো, 3 অগস্ট: টি-20 বিশ্বকাপ জেতার পর প্রথমবার মাঠে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ হেডস্যরের চেয়ারে বসা গম্ভীরের প্রথম ওডিআই ম্যাচ ছিল ৷ জয়ের পথটাও খুব একটা কঠিন ছিল না ৷ তা সত্ত্বেও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে আটকে গেল টিম ইন্ডিয়া ৷ টাই হল নড়বড়ে শ্রীলঙ্কা বনাম তারকাসমৃদ্ধ ভারতের ম্যাচ ৷

প্রথমে ব্যাট করতে নেমে 230 রানে আটকে গিয়েছিল শ্রীলঙ্কা ৷ জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 231 রান ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপের কাছে যা খুব কঠিন নয় ৷ শুরুটাও ভালো করেছিল রোহিত শর্মা-শুভমন গিলের জুটি ৷ 35 বলে 16 রান করে ফেরেন গিল ৷ 47 বলে 58 রানের ইনিংস খেলেন রোহিত ৷ ফলে ওপেনাররা ফিরলেও জয়ের ভিতটা তৈরি হয়ে গিয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details