হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: ইগর স্টিমাচের জুতোয় পা গলিয়ে শুরুটা ভালো হল না মানোলো মার্কুয়েজের ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচেই মরিশাসের বিরুদ্ধে ড্র করল ভারত ৷ মঙ্গলবার রাতে হায়দরাবাদে ভারত-মরিশাস ম্যাচ কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি ৷ তবে শুরুটা খারাপ হয়েছে, এমনটা মানছেন না ভারতীয় দলের নয়া কোচ মানোলো মার্কুয়েজ ৷ সুনীল ছেত্রী অবসর নেওয়ার পরে প্রথম কোনও ম্যাচ খেলল ভারত ৷
ফিফার ক্রমতালিকায় পূর্ব আফ্রিকার দল মরিশাসের অবস্থান 179 নম্বরে। বিশ্ব ক্রমতালিকায় ভারতের থেকে পিছিয়ে। খেলার মাঠে 90 মিনিটের যুদ্ধে সেই ছবি ধরা পড়েধনি ৷ বরং শারীরিক সক্ষমতায় টেক্কা দিলেন মরিশাসের ফুটবলাররা। এমনকি টেকনিক, স্কিলেও মরিশাসের ফুটবলারদের ছাপিয়ে যেতে ব্যর্থ লাললিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিংহ, নন্দকুমাররা ৷ বিশেষ করে, বক্সের মধ্যে বা বক্সের আশেপাশে, বল দখলের লড়াইয়ে বারেবারে ব্যর্থ হলেন নন্দকুমাররা ৷ কারণ শারীরিক সক্ষমতায় পিছিয়ে ভারতীয় ফুটবলাররা ৷ মরিশাসের ডিফেন্সকে একাই নেতৃত্ব দিলেন অধিনায়ক লিন্ডসে রোজ ৷ ম্যাচের সেরাও তিনি ৷ পোল্যান্ডের ওয়ারশ ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে রোজের ৷ অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতায় ভর দিয়ে ছাঙতে, মনবীরদের কার্যত একাই আটকে দিলেন তিনি।
ম্যাচের 65 শতাংশ বলের দখলে ছিল ভারতের ৷ খারাপ মাঠেও জিকসন, মনবীর, লিস্টনরা চেষ্টা করেছেন বল নিজেদের পায়ে রেখে খেলার ৷ ক্রমাগত আক্রমণ শানাতে না-পারলেও, সুযোগ পেলেই আক্রমণে উঠে, গোল করার চেষ্টা ছিলেন ভারতীয় ফুটবলারদের ৷ কিন্তু গোল হতে পারে, এমন কোন পাস বেরোয়নি ছাংতেদের পা থেকে ৷ ফলে একবারের বেশি পরীক্ষার সামনে পড়তে হয়নি মরিশাসের গোলরক্ষক কেভিন জিন লুইসকে। এই ম্যাচ থেকে ভারতের একমাত্র ইতিবাচক দিক হল, কোনও গোল হজম না করা ৷ সুনীল ছেত্রী অবসর নেওয়ার পরে ভারত প্রথম কোনও ম্যাচ খেলল ৷ নীল জার্সিতে সুনীলের অভাব এদিন পরিষ্কার বোঝা গেল ৷