নিউইয়র্ক, 5 জুন: অপেক্ষার অবসান ৷ মার্কিন মুলুকে কুড়ি-বিশের বিশ্বকাপে অভিযান শুরু করল ভারতীয় দল ৷ আইরিশদের বিরুদ্ধে বুধবার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মার ৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক ৷ দুই স্পিনারে একাদশ সাজিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷
অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে ধরলে চার পেসার নিয়ে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে দল সাজাল টিম ইন্ডিয়া ৷ নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত ৷ সেই ম্যাচে 60 রানে জয়লাভ করেছিল 'মেন ইন ব্লু' ৷ তাই আনকোরা এই স্টেডিয়ামে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় ভারতীয় দলের ৷ টস জিতে রোহিত তাই জানান, পিচের চরিত্র সম্পর্কে তাঁরা ভালোই জানেন ৷ এই পিচে কী করতে হবে, সে ব্যাপারে অভিজ্ঞতা রপ্ত হয়েছে তাঁদের ৷