পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইডেনে প্র্যাকটিস বাতিল ইংল্যান্ডের, বোর্ডের নির্দেশিকা মেনেই 'বিরাট' ব্যবস্থা সিএবি'র - INDIA VS ENGLAND

বুধবার ইডেনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ শনিতেই শহরে পা রাখতে শুরু করেছেন ক্রিকেটাররা ৷ বোর্ডের কী কী নির্দেশিকা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য ?

INDIA VS ENGLAND
আগামী 22 তারিখ ইডেনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (ফাইল ছবি)

By ETV Bharat Sports Team

Published : Jan 18, 2025, 10:59 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: বোর্ডের নির্দেশিকা মেনে ভারতীয় ক্রিকেটারদের জন্য যাবতীয় আয়োজন সিএবি'র। শনিবারই ইংল্যান্ড দল কলকতায় এসে পৌঁছেছে ৷ তবে ভারতীয় দলের সব সদস্যই এদিন তিলোত্তমায় পা রাখেননি। জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের পুরো দল এক সঙ্গে আসলেও ভারতীয় দলের সদস্যরা দফায় দফায় কলকাতায় পা-দিচ্ছেন। রবিবার ইডেনে প্র্যাকটিস করার কথা ছিল বাটলারদের। কিন্তু তারা তা বাতিল করা হয়েছে।

  • ব্যক্তিগত গাড়ি নয় ক্রিকেটারদের জন্য

বোর্ডের নয়া নির্দেশিকায় পুরো দলের জন্য টিম বাস থাকবে। বাড়তি কিছু নয়। কোনও ক্রিকেটার আলাদা গাড়ি পাবেন না, ব্যক্তিগত ব্যবহারের জন্য। নতুন এই নির্দেশাবলিতে ক্রিকেটারদের জন্য ব্যক্তিগত গাড়ি দেওয়ার কথা বলা নেই। তাই সিএবিও কোনও বিশেষ ব্যবস্থা রাখছে না। পাঁচ ম্যাচের টি-20 সিরিজের প্রথম লড়াই ইডেনে বুধবার ৷

  • পরিবারের সদস্যদের নেই কোনও সুবিধা

ক্রিকেটারদের স্ত্রী'রা একসঙ্গে থাকতে পারবেন না দীর্ঘ সফরে। এবার তাই ক্রিকেটারদের স্ত্রী'দের জন্য ব্যবস্থা নেই। তবে তাঁদের পরিবারের সদস্যরা যদি আলাদাভাবে আসেন তাহলে ব্যবস্থা হতে পারে। সেক্ষেত্রে তাঁদের যাবতীয় ব্যবস্থা সংশ্লিষ্ট ক্রিকেটারদেরই করতে হবে। সিএবি সাহায্য করতে পারে মাত্র।

  • টিকিটের চাহিদা তুঙ্গে

আগামী 22 জানুয়ারি ভারত-ইংল্যান্ডের 3 ম্যাচের টি-20 সিরিজে বল গড়ানো শুরু হবে। প্রথম ম্যাচ ইডেনে। নতুন বছরে কলকাতায় ক্রিকেটের আসর ঘিরে আগ্রহ বাড়ছে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলছেন, "ম্যাচের টিকিটের চাহিদা যথেষ্ট। এমনকী বিশ্বকাপের ম্যাচের থেকেও বেশি। অনলাইনে ফের ছাড়া হয়েছে টিকিট । সেখানেও ভালো সাড়া মিলেছে। ক্লাবগুলো তাদের কোটার টিকিট কম তুলেছে। তাই রবিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্টার থেকে ফের অফলাইনে টিকিট বিক্রি হবে।"

  • ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন 22 জানুয়ারি

ইতিমধ্যেই ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ উপলক্ষ্যে ইডেন সেজে উঠেছে ৷ ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধনও হবে। ওই অনুষ্ঠানে দুই দলের অধিনায়ককে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। টস এবং ম্যাচ শুরুর মাঝের সময়ে উদ্বোধন অনুষ্ঠান। খুব সংক্ষেপে করা হবে অনুষ্ঠানটি। তবে লেজার শো-এর অনুমতি পুলিশের তরফে পাওয়া যায়নি তাই হচ্ছে না।

  • বাইশ গজ তৈরি ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য

এদিকে ইডেনের বাইশ গজ সম্পূর্ণ তৈরি বলে জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। উপভোগ্য ম্যাচ হবে বলে আশা করছেন তিনি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, দু'টো পিচ তৈরি রাখা হচ্ছে। আইপিএলের মতো বড় রানের ইনিংস দেখার সুযোগ দর্শকরা পাবেন। 250 বেশি রানের ইনিংসর সম্ভাবনা রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details