হায়দরাবাদ, 27 জানুয়ারি: প্রথমদিনেই 246 রানে অলআউট হয়ে যাওয়ার পর একটা প্রশ্ন উঠছিল, কোথায় ইংল্যান্ডের 'বাজবল' ? আজ তৃতীয়দিনে অবশেষে ইংল্যান্ডের ঝুলি থেকে বেরিয়ে এল সেই 'বাজবল' ক্রিকেট ৷ যার ধাক্কায় মাত্র 77 ওভারে স্কোরবোর্ডে 316 রান তুলে দিল ব্রিটিশ ব্রিগেড ৷ প্রথমে দুই ওপেনার এবং শেষ দুই ইনিংসে তিননম্বরে নামা ওলি পোপ ৷ তাঁর 148 রানের অপরাজিত ইনিংসে ভর করে ইংল্যান্ড 126 রানের লিড নিয়েছে ৷
আজ দিনের প্রথম 10 ওভারের মধ্যেই ভারতের বাকি 3 উইকেট ফেলে দেয় ইংল্যান্ড ৷ তাও আবার জো রুটের বলে পরপর আউট হন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরা ৷ এ দিন রবীন্দ্র জাদেজাও 87 রানে আউট হয়ে যান ৷ যস্বশী এবং কেএল রাহুলের মতো তিনিও সেঞ্চুরি মিস করেন ৷ ভারত 190 রানের লিড নেয় প্রথম ইনিংসে ৷ বিশেষজ্ঞদের একাংশ মনে করেছিল, এই রান তুলতে গিয়েই অলআউট হয়ে যেতে পারে ইংল্যান্ড ৷ কিন্তু, শুরুটা দূরন্ত করে ইংল্যান্ডের দুই ওপেনার ৷ বিশেষত, জ্যাক ক্রলি (33 বলে 31 রান) তাঁর আগ্রাসী ব্যাটিং ভারতীয় বোলারদের লাইন-লেন্থ কার্যত বিগড়ে দিয়েছিল ৷
কিন্তু, রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির জালে ফাঁসেন জ্যাক ক্রলি ৷ কিন্তু, এর পরেও দূরন্ত ব্যাটিং চালিয়ে যান বেন ডাকেট এবং ওলি পোপ ৷ ডাকেট 47 রানে বুমরার শিকার হন ৷ কিন্তু, ডাকেট ফিরতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে ৷ জোট রুট 2 রান, জনি বেয়ারস্টো 10 রান ও অধিনায়ক বেন স্টোকস মাত্র 6 রানে প্যাভিলিয়নে ফেরেন ৷ যখন একের পর এক উইকেটের পতন চলছে, তখন উলটোদিকে মাটি আঁকড়া অশ্বিন-জাদেজাদের বিষাক্ত স্পিন বোলিং সামলে গিয়েছেন পোপ ৷ একটা সময় 163 রানে 5 উইকেট পড়ে যায় ইংল্যান্ডের ৷
সেখান থেকে বেন ফোকসকে সঙ্গে নিয়ে 112 রানের পার্টনারশিপ করেন ওলি পোপ ৷ বেন ফোকস 81 বলে 34 রানের বহুমূল্য ইনিংস খেলেন ৷ তৃতীয়দিনের খেলা শেষে রেহান আহমেদ (16), পোপের সঙ্গে অপরাজিত খেলছেন ৷ ভারতের হয়ে জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন 2 টি করে উইকেট নিয়েছেন ৷ অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন ৷ এই মুহূর্তে ইংল্যান্ড 126 রানে এগিয়ে রয়েছে ৷ চতুর্থদিনে ভারতের টার্গেট থাকবে দ্রুত 4 উইকেট তুলে নেওয়া ৷
আরও পড়ুন:
- কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
- 'সৌরভরা ঠিক সময় অন্যায় ধরিয়ে দিলে সংসারটা বাঁচত', শামিকে কদর্য আক্রমণ হাসিনের
- সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, 200 রানের লিড নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া