গোয়ালিয়র, 6 অক্টোবর: পাকিস্তানকে তাঁদের ডেরায় গিয়ে হারিয়ে এসেছিল বাংলাদেশ ৷ ভারত সফরে এসে ক্লাউড নাইন থেকে সোজা বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়েছে টাইগাররা ৷ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ‘নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং’কে ৷ বৃষ্টিবিঘ্নিত গ্রিন পার্কে আড়াইদিনেরও কম সময়ে টেস্ট জিতে নিয়েছে টিম ইন্ডিয়া ৷
পাঁচদিনের ফর্ম্যাটে নাস্তানাবুদ হওয়ার পর এবার শুরু হচ্ছে কুড়ি-বিশের মহারণ ৷ টি-20 বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাংলাদেশ কী করে, সেদিকেই তাকিয়ে সমর্থকরা ৷ তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ গোয়ালিয়রে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের ভারত ও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ৷
ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা ও ময়াঙ্ক যাদব