হায়দরাবাদ, 5 ডিসেম্বর: পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷
গোলাপি বলে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিক এগিয়ে থেকেই নামছে ভারত । কারণ, প্রথম টেস্টের ফলাফল ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । কোথায় দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ৷ জেনে নিন...
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সময়: |
অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় টেস্ট 6 থেকে 10 ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে । দ্বিতীয় টেস্ট শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30 মিনিটে এবং স্থানীয় সময় দুপুর 2:30 মিনিট । টস হবে ভারতীয় সময় সকাল 9:00টায় ।
কোন টিভি চ্যানেল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ সম্প্রচার করবে ? |
ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় সমস্ত ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি স্পোর্টস (বিনামূল্যে) লাইভ সম্প্রচার করা হবে । এছাড়াও ম্যাচগুলি JioStar (Disney+Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ দেখা যাবে ।