পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিলেতে অধিনায়ক দ্রাবিড়ের নজির ছোঁবে গম্ভীরের ভারত? সামনে এল সফরসূচি - INDIA TOUR OF ENGLAND 2025 - INDIA TOUR OF ENGLAND 2025

TEAM INDIA TO PLAY FIVE TESTS IN ENGLAND: আগামী বছর ইংল্য়ান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতিবার ঘোষিত হল সূচি ৷ 20 জুন হেডিংলেতে হবে প্রথম ম্যাচ ৷

INDIA vs ENGLAND
ভারত বনাম ইংল্যান্ড (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 22, 2024, 4:26 PM IST

মুম্বই, 22 অগস্ট:অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ রাহুল শরদ দ্রাবিড়ের ঝুলিত এমন একটি নজির রয়েছে, যা গত 17 বছরে কোনও ভারতীয় দলনায়কের নেই ৷ তা হল বিলেতের মাটিতে ইংল্য়ান্ডকে টেস্ট সিরিজে হারানো ৷ অজিত ওয়াদেকর, কপিল দেবের পর তৃতীয় ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়; যাঁর নেতৃত্বে ইংল্য়ান্ডকে তাঁদের মাটিতে লাল বলের ক্রিকেটে হারিয়েছে ভারত ৷ আগামী বছর অধিনায়ক দ্রাবিড়ের সেই নজির ছোঁয়ার অপেক্ষা গৌতম গম্ভীরের ভারতের সামনে ৷ বৃহস্পতিবার ভারতের ইংল্য়ান্ড সফরের সূচি প্রকাশ করল সেদেশের ক্রিকেট বোর্ড ৷

আগামী বছর ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল ৷ 20 জুন বিলেতে ভারতীয় দল টেস্ট সিরিজের সূচনা করবে লিডসে ৷ বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে তারা ৷ সিরিজের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্ট ভারত খেলবে যথাক্রমে লন্ডন এবং ম্যাঞ্চেস্টারে ৷ তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডসে এবং পঞ্চম টেস্ট খেলা হবে লন্ডনেরই দ্য কিয়া ওভালে ৷

রাহুল দ্রাবিড় ছাড়া অধিনায়ক হিসেবে অজিত ওয়াদেকর এবং কপিল দেবের বিলেতে সিরিজ জয়ের নজির রয়েছে ৷ প্রশিক্ষক হিসেবে দ্রাবিড়ের উত্তরসূরির হাত ধরে 18 বছরের প্রতীক্ষার অবসান হয় কি না, সেদিকে নজর থাকবে দেশের ক্রিকেট অনুরাগীদের ৷ সবমিলিয়ে আগামী বছর ভারতের বিলেত সফর প্রশিক্ষক হিসেবে গম্ভীরের যে অ্যাসিড টেস্ট, তা বলাই বাহুল্য ৷ 2025-27 মরশুমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত হবে ইংল্যান্ড বনাম ভারতের এই লাল বলের সিরিজ ৷

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ভারতের ইংল্যান্ড সফরের সূচির কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বিসিসিআই লেখে, "একনজরে 2025 সালে ভারতের ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সূচি ৷" 2007 সালে দ্রাবিড়ের আগে অজিত ওয়াদেকর এবং কপিল দেবের নেতৃত্বে বিলেতে ভারত সিরিজ জিতেছিল যথাক্রমে 1971 ও 1986 সালে ৷

ABOUT THE AUTHOR

...view details