মুম্বই, 22 অগস্ট:অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ রাহুল শরদ দ্রাবিড়ের ঝুলিত এমন একটি নজির রয়েছে, যা গত 17 বছরে কোনও ভারতীয় দলনায়কের নেই ৷ তা হল বিলেতের মাটিতে ইংল্য়ান্ডকে টেস্ট সিরিজে হারানো ৷ অজিত ওয়াদেকর, কপিল দেবের পর তৃতীয় ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়; যাঁর নেতৃত্বে ইংল্য়ান্ডকে তাঁদের মাটিতে লাল বলের ক্রিকেটে হারিয়েছে ভারত ৷ আগামী বছর অধিনায়ক দ্রাবিড়ের সেই নজির ছোঁয়ার অপেক্ষা গৌতম গম্ভীরের ভারতের সামনে ৷ বৃহস্পতিবার ভারতের ইংল্য়ান্ড সফরের সূচি প্রকাশ করল সেদেশের ক্রিকেট বোর্ড ৷
আগামী বছর ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল ৷ 20 জুন বিলেতে ভারতীয় দল টেস্ট সিরিজের সূচনা করবে লিডসে ৷ বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে তারা ৷ সিরিজের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্ট ভারত খেলবে যথাক্রমে লন্ডন এবং ম্যাঞ্চেস্টারে ৷ তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডসে এবং পঞ্চম টেস্ট খেলা হবে লন্ডনেরই দ্য কিয়া ওভালে ৷