পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অ্যাডিলেডে ‘লিড’ ভারতের ! ব্যাটিং ব্যর্থতায় হার স্রেফ সময়ের অপেক্ষা - PINK BALL TEST

টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় একশো পেরিয়েই সাজঘরে ফিরে যান টিম ইন্ডিয়ার অর্ধেক ব্যাটার ৷ দ্বিতীয় দিনের শুরু থেকেই ফের উইকেট হারাচ্ছে ভারত ৷

India vs Australia
ব্যাটিং ব্যর্থতায় হার স্রেফ সময়ের অপেক্ষা (IANS)

By ETV Bharat Sports Team

Published : Dec 8, 2024, 10:37 AM IST

Updated : Dec 8, 2024, 11:04 AM IST

অ্যাডিলেড, 8 ডিসেম্বর: 157 রানের লিড নিয়েছিল অজিরা ৷ সেটাই ফাঁস হয়ে বসল টিম ইন্ডিয়ার উপর ৷ দ্বিতীয় দিনেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের রথী-মহারথীরা ৷ তৃতীয় দিনে ভারতের ভরসা ছিল ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডির জুটি ৷ দিনের শুরুতেই ফেরেন পন্থ ৷ নীতিশ রেড্ডিও ইনিংস খুব একটা দীর্ঘায়িত করতে পারেননি ৷ ফলে 18 রানের লিড নিয়ে শেষ হয় ভারতের ইনিংস ৷

তৃতীয় দিনের মিচেল স্টার্কের বলে ফেরেন ঋষভ ৷ স্টাম্পার-ব্যাটার ফেরার পর একা খেলা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দক্ষিণী ব্যাটার ৷ টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ভারতকে লিডও দেন নীতিশ ৷ যদিও শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে আপার-কাট মারতে গিয়ে উইকেট দিয়ে বসেন তিনি ৷ শেষ পর্যন্ত ভারত থামে 175 রানে ৷ 19 রান করলেই সিরিজে সমতা ফেরাবে অস্ট্রেলিয়া ৷

ক্রমশ কমছে পিঙ্ক বল টেস্ট জয়ের আশা ৷ 29 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নেমে ফের চাপে ভারত ৷ প্রথম এক ঘণ্টাতেই ফিরে গিয়েছেন ভারতের চার ব্যাটার ৷ 86 রান থেকে ব্য়াটিং করতে নেমে অস্ট্রেলিয়া থেমেছিল 337 রানে ৷ 140 রানের দুরন্ত ইনিংসে দলকে চালকের আসনে ঠেলে দিয়েছেন ‘ঘরের ছেলে’ ট্রাভিস হেড ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত প্রথম থেকে ব্যাকফুটে ৷

সেরা সময় পেরিয়ে এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ৷ ফলে প্রতি ম্যাচে নড়বড়ে দেখাচ্ছে দুই ব্যাটারকে ৷ প্রথম টেস্টের পর নিজেকে ওপেনিং থেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত ৷ বদলে ওপেন করতে নামা কেএল রাহুল-যশস্বী জয়সওয়াল জুটির গোটা ম্যাচে অবদান 12 রান ৷ ফলে দু’ইনিংসের শুরুতেই চাপ বেড়েছে ব্যাটিং লাইন-আপে ৷ সেই চাপটাই নিতে পারেননি শুভমন গিল, বিরাট কোহলিরা ৷

আরও পড়ুন

Last Updated : Dec 8, 2024, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details