ইসলামাবাদ, 4 ফেব্রুয়ারি: 60 বছর পর ফের পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছে ভারত ৷ যেখানে অপ্রতিরোধ্য ভারতীয় টেনিস দল 4-0 লিড নিয়ে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে জায়গা সুনিশ্চিত করে নিল ভারতীয় প্রতিযোগীরা ৷ শনিবার ফলাফল ছিল 2-0 ৷ আর রবিবার প্লে-অফের তৃতীয় রাউন্ডে ডাবলস ম্যাচ টাইব্রেকারে স্ট্রেট সেটে জেতেন ইউকি ভামব্রি এবং সাকেত মেননরা ৷
তৃতীয় রাউন্ডের ম্যাচে ইউকি ভামব্রি এবং সাকেত মেনন 6-2, 7-6 (7-5) স্ট্রেট সেটে পাক প্রতিপক্ষ আকিল খান এবং মুজাম্মিল মুরতাজাকে হারান ৷ উল্লেখ্য, পাকিস্তানের দলে আকিল খান বরকত উল্লাহর পরিবর্ত হিসেবে এসেছিলেন ৷ কিন্তু, প্রথম ম্যাচে ব্যর্থ তিনি ৷ কিন্তু, ইউকি এবং লম্বা সার্ভ করার ক্ষমতা রাখা মিনেনি শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দেননি ম্যাচ ফেরার ৷ প্রথম সেট একতরফা দাপট রেখে জিতে নেন ইউকি-সাকেত জুটি ৷
চতুর্থ রাউন্ডের ম্যাচে সিঙ্গলসে নিকি কলিয়ানন্দ পুনাচা স্ট্রেট সেটে জিতেছেন মহম্মদ শোয়েবের বিরুদ্ধে ৷ প্রথম সেটটি 6-3 গেমে জেতেন তিনি ৷ যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখান নিকি ৷ তবে, দ্বিতীয় সেটে কিছুটা চেষ্টা করেছিলেন মহম্মদ শোয়েব ৷ কিন্তু, নিকি কলিয়ানন্দ পুনাচা তাঁকে ম্যাচে ফেরার সুযোগ দেননি ৷ 6-4 গেমে দ্বিতীয় সেটেও নিজের নামে করে নেন তিনি ৷ অন্যদিকে, শনিবার প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের হয়ে নেমেছিলেন রামকুমার রামনাথন ৷ তিনি পাকিস্তানের আসিম কুরেশিকে 6-7 (3-7), 7-6 (7-4), 6-0 সেটে হারান ৷
প্রথম ম্যাচে একমাত্র ভারতীয় প্রতিযোগীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পাকিস্তানের আসিম কুরেশি ৷ যেখানে প্রথম দু’টি সেটে টাইব্রেকারে ফলাফল বেরয় ৷ যার প্রথমটি ভারতের রামকুমার হারেন ৷ কিন্তু, এরপর আর কোনও সুযোগ দেননি তিনি ৷ দ্বিতীয় টাইব্রেকার নিজের নামে করেন রামকুমার ৷ আর তৃতীয় সেটের ম্যাচে আসিম কুরেশিকে দাঁত পর্যন্ত ফোটাতে দেননি তিনি ৷ 6-0 গেমে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন রামকুমার রামনাথন ৷ ডেভিস কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের এন শ্রীরাম বালাজি পাকিস্তানের আকিল খানকে 7-5, 6-3 স্ট্রেট সেটে হারিয়েছেন ৷
আরও পড়ুন:
- অপেক্ষার অবসান শুভমনের ব্যাটে, পঞ্জাব ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত
- দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বার্সেলোনার আদালতে শুনানি সোমবার
- লুলু গ্রুপের সঙ্গে মহমেডানের গাঁটছড়ার পথে অন্তরায় মোদি সরকার, নয়া ইনভেস্টরের খোঁজে মুখ্যমন্ত্রী