মুম্বই, 3 নভেম্বর: ম্যাচ জিততে দরকার ছিল 147 রান ৷ হাতে 10 উইকেট ও 3 দিন ৷ কিউয়িদের কাছে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারের লজ্জায় প্রলেপ দিতে তৈরি ছিল ওয়াংখেড়ে ৷ বাইশ গজের ঘূর্ণিকে কাজে লাগিয়ে কাজটা সহজ করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ৷ আপাত সহজ কাজটাও করতে পারলেন না টিম ইন্ডিয়ার রথী-মহারথীরা ৷ লাঞ্চে যাওয়ার আগে ভারতের স্কোর 6 উইকেট হারিয়ে 92 ৷ ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দর ৷
দ্বিতীয় ইনিংসে 174 রানে অল-আউট টম ল্যাথামের দল ৷ মুম্বই টেস্ট জিততে 147 রান করতে হত ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’কে ৷ আজাজ প্যাটেলকে রিভার্সে চার মেরে ম্যাচের মেজাজ ঠিক করে দিয়েছিলেন রোহিত গুরুনাথ শর্মা ৷ মনে হয়েছিল সহজেই ম্যাচ পকেটে পুরবে ভারত ৷ যদিও ফের দায়িত্বজ্ঞানহীন ইনিংস 'উপহার' ক্যাপ্টেনের ৷ নিরীহ বলে ছক্কা মারতে গিয়ে তুলে দিলেন গ্লেন ফিলিপসের হাতে ৷ স্পিনার কিংবা পেসার, কোনও বোলারের বিরুদ্ধেই আত্মবিশ্বাসী দেখাচ্ছে না বিশ্বজয়ী অধিনায়ককে ৷ তথৈবচ বিরাট কোহলিও ৷ সামনের বল পিছিয়ে খেলছেন, ব্যাকফুটের বল এগিয়ে মারছেন ৷ কিং কোহলির ‘শিক্ষানবীশি’ ব্যাটিংয়েই তাঁকে তুলে নিলেন আজাজ প্যাটেল ৷
শুভমন গিল যে বলটা ছাড়তে গিয়ে বোল্ড হলেন, সেটা সদ্য ক্রিকেট শেখা খেলোয়াড়ও ব্যাটে খেলবে ৷ অথচ আউট হয়ে গিল ও যশস্বীর জন্য মঞ্চ সাজিয়ে দিয়ে গিয়েছিলেন রোহিত ৷ দুই তরুণ ব্যাটারের সামনে সুযোগ ছিল ম্যাচ পকেটে পুরে ‘সফল’ ভবিষ্যতের বার্তা দেওয়ার ৷ জয়সওয়ালও ক্রিজ ছাড়লেন গ্লেন ফিলিপসের বল বুঝতে না-পেরে ৷