পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তিলকের সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের পাহাড়প্রমাণ টার্গেট ভারতের - INDIA VS SOUTH AFRICA 3RD T20I

টসে হেরে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ম্যাচের ব্যাটিং ব্যর্থতাকে ঝেড়ে ফেলল ৷ সৌজন্যে তিলক বর্মার 107 রানের ইনিংস ৷

Abhishek Sharma and Tilak Varma
তিলক বর্মা ও অভিষেক শর্মা (ছবি সৌজন্য়: বিসিসিআই এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 11:05 PM IST

সেঞ্চুরিয়ন, 13 নভেম্বর: চার ম্যাচের সিরিজে প্রত্যাঘাতের সুযোগ ৷ আপাতত প্রথম দুই ম্যাচে দু'দলই একটি করে ম্যাচ জিতে চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা দিয়েছে ৷ তৃতীয় ম্যাচ দুই দলের কাছেই সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই ৷ ট্রফি পকেটে পুরে ফেলার পথে এগিয়ে যাওয়ার লড়াই ৷ সুপার স্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টি-20 ম্যাচটি সব দিক থেকেই সিরিজের দিগনির্দেশক ৷

টস হেরে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ম্যাচের ব্যাটিং ব্যর্থতাকে ঝেড়ে ফেলল ৷ সৌজন্যে তিলক বর্মার 107 রানের ইনিংস ৷ মাত্র 56 বল খরচ করে আটটি বাউন্ডারি এবং সাতটি বিশাল ছক্কায় অপরাজিত শতরানের ইনিংস সাজালেন বাঁ-হাতি ব্যাটার ৷ নির্ধারিত 20 ওভার শেষে ভারতের স্কোর তাই ছয় উইকেটে 219 ৷

ইনিংস শুরু করতে নেমে সঞ্জু স্যামসন মাত্র দু'বলের মধ্যে ফিরে যান ৷ শূন্য রানে উইকেটের পতন দেখে মনে হয়েছিল হয়তো দ্বিতীয় ম্যাচের ব্যাটিং ব্যর্থতার রিপ্লে হতে চলেছে ৷ কিন্তু অভিষেক শর্মা এবং তিলক ভার্মা দলকে টানেন ৷ 25 বলে তিনটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারিতে 50 রানের ইনিংসের মধ্যে দিয়ে পাল্টা দেওয়ার কাজটা শুরু করেন ওপেনার অভিষেক ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ইনিংস টেনে নিয়ে যাওয়ার কাজটা করেন তিলক ৷ অধিনায়ক সূর্য এই ম্যাচে ব্যর্থ ৷ মাত্র এক রান করে আউট হন অ্যান্ডি সিমলেনের বলে ৷

চার নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়া 18 রানে ফিরে যান ৷ এই সময় মনে হয়েছিল একদিকে ফের ধস নামছে ৷ রিঙ্কু সিংও 13 বলে আট রান করে ফিরে যান ৷ 107 থেকে 132 রানের মধ্যে তিনটি উইকেট দ্রুত চলে যাওয়ার পরে তিলকের সঙ্গে জুটি বাঁধেন রমনদীপ সিং ৷ ভারতীয় জার্সিতে অভিষেক ম্যাচে ছয় বলে 15 রান আরও বড় হত যদি না রানআউট হতেন ৷ তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের সারমর্ম দাঁড়িয়ে তিলক বর্মার শতরানে ৷

প্রতিপক্ষ ব্যাটিংকে ঝটকা দিয়েও দু'শো প্লাস রান করা থেকে থামাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা ৷ কেশব মহারাজ এবং সিমলেনের জোড়া উইকেট নেওয়া ছাড়া জানসেনের শিকার একটি ৷ বাকি দুই ভারতীয় উইকেট পড়েছে রান আউটে ৷ প্রোটিয়াদের জয়ের জন্য দরকার 220 ৷ রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তীদের সামলাতে প্রোটিয়াদের সমস্যায় পড়তে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details